ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
বেলজিয়াম বাংলাদেশ দূতাবাসে বর্ষবরন প্রস্তুতির জন্য আলোচনাসভা

একমাএ বাংগালি জাতি তার মায়ের ভাষার অধিকার আদায়ের জন্য রক্ত দিয়েছে : আন্দালিভ ইলিয়াস

রাইসুল ইসলাম রাসেল | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৮ ০১:০৬

রাইসুল ইসলাম রাসেল
প্রকাশিত: ১৩ এপ্রিল ২০১৮ ০১:০৬

রাইসুল ইসলাম রাসলে

আমাদের অধিকারপএ

বেলজিয়াম প্রতিনিধি ;

বেলজিয়াম দূতালয় প্রধান ও আমাদের অধিকার পত্র প্রতিনিধি ।

বেলজিয়াম বাংলাদেশ দুতাবাস এর উদ্যোগে বর্ষবরণ -১৪২৫ উদযাপন উপলক্ষ্য বাংলাদেশ কম্যুনিটির সদস্যবৃন্দের সাথে বর্ষবরণ উদযাপন পূর্ববতী এক আলোচনা অনুসঠানে আয়োজন করে বেলজিয়ামস্থ বাংলাদেশ দুতাবাস  ।

সভাপতির বক্তব্যে দুতালয় প্রধান "আন্দালিভ ইলিয়াস"  বলেন, পহেলা বৈশাখ বাংঙগালী সাংকৃতিক একটা অপরিহার্য অংশ, বাংঙগালী জাতীর গৌরব , অহংকার বাংঙগালীর কৃসট্ কালচার বিশ্ব ব্যাপী সামাদৃত , বাংঙগালীর গৌরব বাংলাভাষা ।পৃথিবীর একমাত্র বাংঙগালী জাতি তার মায়ের ভাষার জন্য রক্ত দিয়েছে , ।বাংগালি জাতি তার মায়ের ভাষার অধিকার আদায় করছে ।তাই "২১ শে ফেব্রুয়ারি  "পৃথিবী ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় ,

পহেলা বৈশাখ পালনের মাধ্যমে বাংগালির চেতনাবোধ জাগ্রত হয় , আপানারা সকলে পহেলা বৈশাখ উদযাপনে ইউরোপের এ কম্যুনিটি বেলজিয়ামের বাংলাদেশ দুতাবাস এ আসবেন আপনার পরিবার পরিজনকে নিয়ে পরস্পর ,পরস্পরের সাথে আনন্দ উপভোগ করবেন বলে আমি আশাকরি , ।

পরে দুতালয় প্রধান সবাইকে আমন্ত্রণ পএ প্রদান করেন , বেলজিয়াম সময় সকাল ৯ টায় বর্ষবরণ অনুসঠান শুরু হয়ে ২ টা পর্যন্ত চলবে



আপনার মূল্যবান মতামত দিন: