odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

দুর্নীতির দায়ে ক্ষমতাচ্যুত দক্ষিণ কোরীয় প্রেসিডেন্ট

Admin 1 | প্রকাশিত: ১১ March ২০১৭ ০৭:১৯

Admin 1
প্রকাশিত: ১১ March ২০১৭ ০৭:১৯

দক্ষিণ কোরিয়ার একটি আদালত এক আদেশে সেদেশের প্রেসিডেন্ট পাক গান হে-কে তার পদ থেকে সরিয়ে দিয়েছে।

এর আগে দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে মিজ পাক-কে দুর্নীতির অভিযোগে অভিশংসন করার এক সিদ্ধান্ত ভোটে পাস হয়।

এর পর আটজন বিচারপতির এক সর্বসম্মত সিদ্ধান্তে পার্লামেন্টের এই অভিশংসনকে সমর্থন দেয়া হলো। আদালত বলেছে, মিজ পাক কার ক্ষমতায় থাকাকালীন পুরো সময় জুড়েই দেশের আইন ও সংবিধান লংঘন করেছেন।

এর পর মিজ পাকের বিরুদ্ধে ফৌজদারি মামলা শুরু হতে পারে। কারণ তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে রাজনৈতিক সুবিধার বিনিময়ে বিভিন্ন কর্পোরেশনের কাছ থেকে অর্থ আদায় করার ক্ষেত্রে মি পাক তার এক বন্ধু চোই সুন-সিলকে সহযোগিতা করেছেন।

দক্ষিণ কোরিয়ার আইন অনুযায়ী এখন থেকে ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন হতে হবে।

 



আপনার মূল্যবান মতামত দিন: