ঢাকা | বৃহঃস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
বাংলাদেশের সকল পুলিশ সদস্যর জন্যই নয় মনিরুল ইসলাম হতে পারে সকল কর্মকর্তা কর্মচারীর অনুকরণীয়

মনিরুল ইসলাম, একজন মানুষ,একজন পুলিশ, সবকিছুর উর্দ্ধে যার মধ্যে দেখেছি সফল জিবিকা,

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৮ ২০:৪৭

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ এপ্রিল ২০১৮ ২০:৪৭

মনিরুল ইসলাম, একজন মানুষ,একজন পুলিশ, সবকিছুর উর্দ্ধে যার মধ্যে দেখেছি সফল জিবিকা
বাংলাদেশের সকল পুলিশ সদস্যর জন্যই নয় মনিরুল ইসলাম হতে পারে সকল কর্মকর্তা কর্মচারীর অনুকরণীয়
আজ থেকে ৫/৬ বছর আগে ছাএদল এর একজন নেতা আমার দূরস ম্পকিত আত্মীয় এর বাসা থেকে আটক করে গোয়েন্দা বাহীনির একটি ইউনিট, সাথে আমার ঐ আত্মিয়কে ও তার বাসায় পাওয়ার অভিযোগে, আমার ঐ পরিচিত লোক বিএনপি দলিও সাপোর্টার কিনা যানি না তবে তাদের সাথে তার সখ্যতা ছিল কারন, বিএনপির কোন বরধরনের নাশকতা করার পরিকল্পনা যদি ও যানতে পেত আমাকে যানাতো আমি তখন অগ্রিম ব্যবস্থা নেওয়ার কারনে ওদের অনেক ধংসাত্তক কাজ হতে ঢাকা কে সেফ করতে পেরেছিলাম, হারুন ভাই যখন ডিসি লালবাগ তখন বিএনপি টানা অবোরোধ কর্মসূচি দিয়েছিল, বিএনপি স্থানীয় নেতাকর্মী রা ডি সি অফিস আগুন দেওয়ার পরিকল্পনা করে, তখন আমাকে আমার ঐ আওীয় ইনফর্ম করে এবং আমি সংগে সংগে হারুন ভাইকে জানাই, ডিসি হারুন ভাই তার বিচক্ষণতা ও সাহসীকতা দিয়ে সেই নাশকতা প্রতিরোধ করে এবং নাশকতামূলক কাজ করা পরিকল্পনা কারীদের আটক করে, তো যে কথায় ছিলাম একজন মানবিক বিবেক সম্পন্ন মনিরুল ইসলাম ভাই তখন ডিবি অফিসে বরকর্মকর্তা, আমি তাকে গিয়ে যা সত্য তাই বললাম তিনি আমাকে কিছুটা সময় ৫/ ১০ মিঃ এর মধ্য ডেকে বল্ল তুমি ঠিক বলেছ ও বিএনপি করলেও নাশকতামূলক কোন কাজ কখনো করেনি তাই আমি তাকে ছেরে দিতে বলেছি কিন্তু ভবিষ্যৎ এমন কারো সংগে ওকে পাওয়া গেলে তোমাকে ছারবো না, আমি তখন কোন পোস্টধারী নেতা না সাবেক ছাএ নেতা হিসাবে মনিরুল ইসলাম আমাকে যে মূল্যায়ন এবং তিনি যে কতটা চৌকস অফিসার আমি আল্লাহ্‌ কে বললাম এমন লোক জদি বাংলার প্রতিটি ডিপার্টমেন্ট এ থাকতো তাহলে বাংলাদেশে কোন নিরাপরাধ লোক শাস্তি পেত না, এবং কোন অপরাধী বুকফুলিয়ে সমাজে বসবাস করতে পারতো না,সবাই সবার অধিকার অক্ষুন্ন রাখতে পারতো, আমি মনিরুল ইসলাম সাহেবের ফেসবুকে তার জবাব দিহিতামুলক পোস্ট দেখে অতিত ঘটনা মনিরুল ইসলাম ভাই কে মনেকরিয়ে দিলাম এবং পাঠকের উদ্দেশ মনিরুল ইসলামের সহজ সরল ব্যাখ্যা তার পোস্ট হুবহুব কপি নিচে দিলাম

প্রিয় বন্ধু, শুভানুধ্যায়ী ও সহকর্মী,
গতকাল (১১/০৪/২০১৮) আমার বদলীজনিত একটি সরকারী আদেশ জারী করা হয়েছে। কোন কোন গনমাধ্যম ও সামাজিক মাধ্যমে বিষয়টি প্রচারিত ও প্রকাশিত হওয়ায় অনেকেই আমাকে অভিনন্দন জানিয়েছেন আবার অনেকেই বিষয়টি নিয়ে কৌতুহল ও প্রকাশ করেছেন। যাঁরা অভিন্ন্দন ও কৌতুহল জানিয়েছেন তাঁদের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি প্রকৃত তথ্য ব্যাখ্যা করা প্রয়োজন মনে করছি। আমি গত ১৪/০২/২০১৬ খ্রিষ্টাব্দে জারী করা সরকারী প্রজ্ঞাপনে ডিআইজি পদে পদোন্নতি পাওয়ার পর ১৬/০২/২০১৬ খ্রিষ্টাব্দে ঢাকা মেট্রপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার হিসাবে "Counter Terrorism and Transnational Crime Unit" এর প্রধান পদে যোগদান করি। প্রতিষ্ঠাতা প্রধান হিসাবে আমার সামর্থ্যানুযায়ী এই ইউনিট গঠন, সদস্য বাছাই, দেশে-বিদেশে তাদের প্রশিক্ষন ও অন্যান্য সাজ-সরন্জামাদি সংগ্রহ করে ইউনিটকে কার্যকর করার প্রচেষ্টা গ্রহন করি। এই ইউনিট পুরোপুরি কার্যক্ষম হওয়ার আগেই Holey Artisan Bakery এর ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। তারপর এই ইউনিটটি দেশব্যাপী একের পর এক সফল অভিযান পরিচালনা করে সন্ত্রাসীদের সক্ষমতা ধ্বংস করে দিতে সক্ষম হয়। এমতাবস্থায়, গতবছর (২০১৭) নভেম্বরের শেষদিকে এক সরকারী প্রজ্ঞাপনে আমাকে পৃথক একটি নবগঠিত Anti-Terrorism Unit এর ডিআইজি হিসাবে বদলি করা হলেও কর্তৃপক্ষের অনানুষ্ঠানিক নির্দেশে নতুন ইউনিটে যোগদান না করে পুরোনো দায়িত্ব অর্থাৎ ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার হিসাবে Counter Terrorism and Transnational Crime Unit এর প্রধানের দায়িত্ব পালন অব্যাহত রাখি। গতকালের আদেশে আমার Anti-Terrorism Unit-এ নভেম্বরে জারীকৃত বদলীর আদেশটি বাতিল করা হয়েছে মাত্র, কোন পদোন্নতি কিংবা কর্মস্থলের পরিবর্তন হয়নি। ফলে আমি পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত Counter Terrorism and Transnational Crime Unit এর প্রধান অর্থাৎ বর্তমান দায়িত্ব পালন করে যাবো। আমি পেশাগত জীবনে সাধ্যানুযায়ী কাজ করার চেষ্টা করেছি, আগামীতে ও একই ভাবে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করছি। আপনারা যাঁরা দায়িত্ব পালনকালে বিভিন্ন ভাবে সহযোগিতা ও সমর্থন করে আমাকে কৃতজ্ঞতাপাশে আবদ্ধ করেছেন আগামী দিনগুলোতেও আপনাদের সহযোগিতা ও সমর্থন কামনা করছি। আপনাদের সকলকে বাংলা নববর্ষের অগ্রিম শুভেচ্ছা ও নিরন্তর শুভকামনা!



আপনার মূল্যবান মতামত দিন: