
রুটি_রুজির_লড়াইয়ে_ডিইউজের_আরো_একটি_সাফল্
সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াইয়ে আরো একটি সাফল্য যুক্ত হলো ঢাকা সাংবাদিক ইউনিয়নের। বন্ধ হয়ে যাওয়া আমার দিনের সাংবাদিক ও কর্মচারীরা বকেয়া বেতন, টার্মিনেশন বেনিফিটসহ ওয়েজ বোর্ডের যাবতীয় সুবিধা পাচ্ছেন এবং তা পাবেন আগামী ১২ জুনের মধ্যেই। ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরীর সঙ্গে মালিক এম এ খালেক ও সম্পাদক রাশিদ-উন নবী বাবুসহ ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়। ঢাকা সাংবাদিক ইউনিয়নের একজন কর্মী হিসেবে সত্যি আমি অভিভূত।একথা ফেসবুক এর মাধ্যমেে জানান মাই টিভর রিপোটার জিএম মোশেদ
ডিইউজের সভাপতি আবু জাফর সূর্য সোহেল হায়দার চৌধুরীর বলিষ্ঠ নেতৃত যাওযার যুগান্তকারী সিদ্ধান্তে সাফল্য অর্জন সম্ভব হয়েছে। আগামী দিনে সাংবাদিকদের
রুটিরুজি ও নির্যাতনের বিরুদ্ধে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আপনাদের পাশে ছিল এবং ভবিষ্যতে আপনাদের পাশে থাকবে...
আপনার মূল্যবান মতামত দিন: