odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

৩বছরের অধরা পুকুরের পানিতে ডুবে মৃত্যু

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ June ২০১৮ ১৮:৫৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ June ২০১৮ ১৮:৫৮

নিজস্ব প্রতিবেদক: টঙ্গীবাড়ী উপজেলায় পুকুরের পানিতে ডুবে আদিবা আক্তার অধরা নামের ৩বছরের কন্যা শিশুর মুত্যু হয়েছে। সোমবার সকালে উপজেলার আব্দুল্লাপুর ইউনিয়নের পাইকপাড়া চৌরাস্তা এলাকায় এঘটনা ঘটে।
 পাইকপাড়া চৌরাস্তা এলাকার মোঃ আমির হোসেনের ৩ বছর বয়সের কন্যা শিশু অধরা সকালে বাড়ির পাশের পুকুরে পরে ডুবে যায়। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।
একইদিন বাদ আসর চৌরাস্তা মসজিদে জানাযা শেষে আবদুল্লাপুর মাদরাসা কবরস্থানে শিশু অধরাকে দাফন করা হয়। নিহত শিশু আদিবা আবদুল্লাপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও জেলা ছাত্রলীগের বর্তমান স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সম্পাদক আসফাক ইসলাম বাবুর ভাতিজী।
পানিতে ডুবে শিশু অধরার মৃত্যুতে পরিবার ও গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।



আপনার মূল্যবান মতামত দিন: