odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

কোরীয় যুদ্ধে নিহত তুর্কি সেনাদের দেহাবশেষ তুরস্ককে ফেরত দেবে উত্তর কোরিয়া

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৭ June ২০১৮ ২১:৫১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৭ June ২০১৮ ২১:৫১

 

কোরীয় যুদ্ধে নিহত তুর্কি সেনাদের দেহাবশেষ তুরস্ককে ফেরত দেবে উত্তর কোরিয়া। পিয়ংইয়ং আঙ্কারার কাছে প্রায় ৫০০ তুর্কি সেনার দেহাবশেষ হস্তান্তর করবে। খবর ডেইলি সাবাহ’র।

 

দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূত আরসিন আরসিন গত সপ্তাহে এ বিষয়ে কথা বলার জন্য পিয়ংইয়ং সফর করেন।

তিনি সাংবাদিকদের জানান, কোরীয় যুদ্ধের সময় তুরস্কের সেনারা মার্কিন ও ব্রিটিশ সেনাদের পাশে থেকে যুদ্ধ করেন এবং তিন দেশের শত শত সেনা একসঙ্গে নিহত হন। কাজেই তাদের দেহাবশেষ পরস্পর থেকে আলাদা করা ও তাদের জাতীয়তা নির্ধারণের জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। এ প্রক্রিয়া শেষ হতে যথেষ্ট সময় লাগবে বলে তুর্কি রাষ্ট্রদূত জানান।

সম্প্রতি সিঙ্গাপুরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতে কোরীয় যুদ্ধে নিহত বিদেশি সৈন্যদের দেহাবশেষ তাদের নিজ দেশে ফেরত পাঠাতে একটি সমঝোতা হয়। ওই সমঝোতার ভিত্তিতে গত সপ্তাহেই উত্তর কোরিয়া থেকে মার্কিন সেনাদের দেহাবশেষ ফেরত পাঠানোর কাজ শুরু হয়েছে।

১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চলা কোরীয় যুদ্ধে জাতিসংঘের তত্ত্বাবধানে হাজার হাজার বিদেশি সেনা দক্ষিণ কোরিয়ার পক্ষে যুদ্ধ করেন। ওই যুদ্ধে ৮৯০ জন তুর্কি সেনা নিহত হন বলে ধারণা করা হয়। ওই যুদ্ধের পর থেকে উত্তর কোরিয়ার সঙ্গে তুরস্কের কূটনৈতিক সম্পর্ক তলানিতে নেমে আসে।



আপনার মূল্যবান মতামত দিন: