odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 6th December 2025, ৬th December ২০২৫

ক্রোয়েশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট তাক লাগানো সুন্দরী আবেদনীয়

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২৪ July ২০১৮ ০৩:৫৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২৪ July ২০১৮ ০৩:৫৯

শুধু রুপে, গুনে নয় সমরাস্র পরিচালনায় সমান পারদর্শী তিনি সমান পারদর্শী, এমনকি রাজনিতি এবং কুটনিতিতে ও সমান তিনি, দেশ পরিচালনায় নেই লোন ঘাটতি বহিঃদেশের সাথে তিনি সুসম্পক বজায় রাখার ক্ষেত্র সফল তিনি, নিজ দলকে উৎসাহ দিয়ে রাশিয়া ওয়ালড কাপে সবার নজরে আসেন তিনি এবার জেনে নেই তার সংক্ষিপ্ত ইতিহাস


কোলিন্দা ক্রোয়েশিয়ার রিজেক নামক স্থানে ২৯ এপ্রিল ১৯৬৮ সালে জন্মগ্রহণ করেন। তিনিই হলেন ক্রোয়েশিয়ার প্রথম মহিলা প্রেসিডেন্ট। তিনি ক্রোয়েশিয়ার একমাত্র সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণ করার সময় তার বয়স ছিল ৪৬ বছর যা ক্রোয়েশিয়ার ইতিহাসে সর্বনিম্ন।

‘জাগরিব বিশ্ববিদ্যালয়’ থেকে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে কোলিন্দা স্নাতকোত্তর সম্পন্ন করেন।
তিনি রোমান ক্যাথলিক চর্চা করেন এবং ঘোষণা দেন ক্রিস্টান ধর্মের আনুগত্য। ১৯৯৬ সালে তিনি জ্যাকভ কিতারোভিকে বিয়ে করেন। তাদের ঘরে দুই সন্তান আছে। তিনি ইংরেজি, পর্তুগিজ ও স্প্যানিশ ভাষায় অনর্গল কথা বলতে পারেন। এছাড়া ইটালিয়ান, ফ্রেন্স এবং জার্মান ভাষা বুঝতে তার কোন সমস্যা হয় না।
কোলিন্দা বর্তমানে বিশ্বের সবচেয়ে আবেদনময়ী প্রেসিডেন্ট। তার বয়স এখন ৫০ বছর। তবুও বয়স থাকে দমাতে পারেনি। ৫ ফুট ৬ ইঞ্চি উচ্চতার এই প্রেসিডেন্ট মাঝে মাঝেই বিকিনি পরে সমুদ্র সৈকতে সময় কাটান। আবার কঠিিন

ভাবে  রাষ্ট্র পরিচালনা করেন



আপনার মূল্যবান মতামত দিন: