ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
কওমী ছাত্র সংসদের একশো জন বিশিষ্ট কমিটি গঠন

কওমী ছাত্রদের আত্মমর্যাদা নিয়ে দলমত নির্বিশেষে এক এবং নেক হয়ে প্রতিষ্ঠিত হওয়ার অরাজনৈতিক এক ভিন্ন প্লাটফর্ম খসড়া প্রণয়ন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ২০ আগস্ট ২০১৮ ০৮:৩৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ২০ আগস্ট ২০১৮ ০৮:৩৪

একশো জন বিশিষ্ট কমিটি গঠন করছে কওমী ছাত্র সংসদ ।

কওমী ছাত্র সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি শায়েখ ক্বারী  মহমুদুল হাসান প্রথম কাউন্সিলরের জন্য কওমীয়ান শায়েখদের সাথে পরামর্শ করছেন তিনি বলেন নিজেদের আত্মমর্যাদা নিয়ে দলমত নির্বিশেষে এক এবং নেক হয়ে প্রতিষ্ঠিত হওয়ার অরাজনৈতিক এক ভিন্ন প্লাটফর্ম খসড়া প্রণয়ন করছেন শুরা ভিত্তিক পরামর্শের ভিত্তিতে আগামী কাউন্সিল অনুষ্ঠিত হবেন ইনশাআল্লাহ তিনি আরো বলেন সাড়া দেশের কওমী ছাত্রদের নিয়ে কাজ করতে চাই আজ কওমীয়ান পরিচিত মুখ আল্লামা ইসহাক মাদানী রহঃ এর সুযোগ্য সাহেবজাদা মাসিক মুক্তধ্বনির সম্পাদক শেখ ক্বারী সাদ সাইফুল্লাহ মাদানী সহ প্রমুখ তাদের সাথে এ সমস্ত আলোচনা হয় ।
সবাইকে যোগ দেয়ার আহ্বান জানিয়েছেন    । আসুন আমরা সবাই মিলে মিশে কাজ করি সংসদ ।

 


আপনার মূল্যবান মতামত দিন: