ঢাকা | রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২
চেয়ারম্যানের নেতৃত্বে ঢাকা মহানগর দক্ষিন যুবলীগ এর প্রতিটি নেতা কর্মীকে নিয়ে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের শিকড় উপড়ে ফেলার অঙ্গিকার যুববন্ধু ইসমাইল চৌধূরী সম্রাটের।

ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখার জন্য যুবলীগের প্রত্যেক কর্মীর প্রতি যুবলীগ চেয়ারম্যানের আহব্বান

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ০২:১২

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৮ অক্টোবর ২০১৮ ০২:১২

জাহাঙ্গীর আলমঃ আজ মতিঝিলে টিএনটি কলোনি মাঠ প্রঙ্গনে বাংলাদেশ যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন আয়োজিত সর্বকালের সর্বোচ্চ যুব সমাগম ঘটে।

মিছিলে মিছিলে মুখরিত হয়ে যায় টিএনটি মাঠ কলোনি। যুবলীগের নেতা কর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বর্নিল সাজে সমাবেশে এসে জড়ো হতে থাকে। টিএনটি মাঠ ভরে গিয়েও কমলাপুর রেল ষ্টেশন পর্যন্ত এবং নটোর ডেম কলেজ মাঠকেও ছারিয়ে যায়।

যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট এর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন যুবলীগের প্রান পুরুষ, যুব দর্শনের প্রবক্তা, যুব জাগরনের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান, যুব দার্শনিক, আলহাজ্ব ওমর ফারুক চৌধূরী।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বকৃতায় ওমর ফারুক চৌধুরী বলেন,আওয়ামী যুবলীগ চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের সময় দেশের মানুষ নিরাপদ ও শান্তিতে বসবাস করছে। অথচ বিশৃঙ্খলা সৃষ্টির জন্য বিএনপি-জামায়াত একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় তাদের দেশবিরোধী সকল ষড়যন্ত্র পণ্ড হয়ে গেছে। তিনি বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আগামী দুই বছরের মধ্যে বিশ্বের শীর্ষ দশের মধ্যে থাকবে।

আইনশৃঙ্খলা ভালো আছে বলেই দেশে জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে আছে। . বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন সাবেক ছাত্র নেতা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব হারুনুর রশিদ খান। তার বক্তব্যে তিনি বলেন,আজ যুবলীগ জাগ্রত যুবলীগ গর্বিত আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর মতো দার্শনিক যুব নেতা যুবলীগের চেয়ারম্যান। তার দর্শন ইতিমধ্যেই বিভিন্ন জায়গায় সমাদৃত হয়েছে সমান ভাবে ।

স্বীকৃতি পেয়েছে। সফল রাষ্ট্র নায়ক শেখ হাসিনার জন্মদিন ২৮ শে সেপ্টেম্বরকে জনগনের ক্ষমতায়ন দিবস হিসাবে পালনের দাবি আমাদের মাননীয় চেয়ারম্যান দীর্ঘ দিন ধরে দাবি করে আসছেন। অবশেষে তার দাবিটি গ্রহীত হয়েছে। শেখ হাসিনার জন্মদিন ২৮ শে সেপ্টেম্বরকে জনগনের ক্ষমতায়ন দিবস হিসাবে পালনের স্বীকৃতি দেওয়ায় যুবলীগের নেতা কর্মীগন আনন্দ মিছিল করে।

তিনি আরো বলেন যুবলীগের বিচক্ষন চেয়ারম্যান আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর নেতৃত্বে আগামী নির্বাচনে দেশরত্ন  শেখ হাসিনাকে পুনরায় ক্ষমতায় আনার জন্য যুবলীগ নেতাকর্মীগন সবচেয়ে অগ্রনী ভুমিকা পালন করবে।

 ঢাকা মহানগর দক্ষিন এর সভাপতি যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট তার বক্তবে তিনি বলেন  , অতীতে ষড়োযন্ত্র হয়েছে বর্তমানেও ষড়োযন্ত্র হচ্ছে, ভবিষ্যতেও ষড়োযন্ত্র হবে, ষড়োযন্ত্র থেমে থাকবে না, ষড়োযন্ত্র থেমে নেই তাদের কাজই ষড়োযন্ত্র করা।

বাংলাদেশের সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন শেখ হাসিনা বাংলাদেশকে বিশ্বের দরবারে উচ্চতম স্থানে পৌছাতে সক্ষম হয়েছেন। সম্প্রতি তিনি বিচক্ষন রাষ্ট্র নায়কদেও মধ্যে ২য় তম বিচক্ষন হিসাবে তাকে মনোনিত করেছেন। বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্র নায়কদের মধ্যে অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র নায়কের স্বীকৃতি পেয়েছেন।প্রভাবশালী মহিলা রাষ্ট্র প্রধানদের মধ্যেও তিনি অন্যতম। তিনি মাদার অফ হিউমেনিটি, মমতা ময়ী মা। সম্প্রতি জাতী সংঘের সাধারন পরিষদে বিশ্বের রাষ্ট্র  প্রধানরা আবার দেশরত্ন শেখ হাসিনাকে রাষ্ট্র প্রধান হিসাবে ক্ষমতায় দেখতে চায় বলে আশা ব্যাক্ত করেছেন।

এর ফলে ষড়োযন্ত্রকারীদের  গাত্রদাহ শুরু হয়ে গিয়েছে। তারা নতুনভাবে ষড়োযন্ত্র শূরু কওর  দিয়েছে। এ জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে।যুবলীগ রাষ্ট্র নায়ক শেখ হাসিনার বিশ্বস্থ ভ্যানগাড। যুবলীগ থাতে ষড়োযন্ত্র কারীরা রাষ্ট্র নায়ক শেখ হাসিনার কোন ক্ষতি করতে পারবে না।

ঢাকা মহানগর দক্ষিন এর যুবলীগের প্রতিটি ইউনিটের একজন সদস্য হউক প্রতিটি কর্মীকে আমি এক  একজন ইসমাইল চৌধুরী সম্রাট হিসাবে বিশ্বাস করি। আমার কর্মীরাই আমার শক্তি, আমি মনে করি আমি বেচে আছি আমার কর্মীদের ভালোবাসায়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ মাননীয় চেয়ারম্যান প্রগতিশীল, মেধা মনশীলতায়, দর্শন ও ক্যামেস্ত্রি দিয়ে যুবজাগরন, যুব গবেষনা কেন্দ্র,বিভিন্ন ক্রোরপত্র, প্রকাশ ও প্রচার করে ইতিমধ্যেই গনসচেনতা তৈরির যাএা যুবলীগ শুরু করে দিয়েছে।

মাননীয় চেয়ারম্যান এর নেতৃওে যে কোন ষড়োযন্ত্র মোকাবেলা করার জন্য প্রস্তুত যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন।



আপনার মূল্যবান মতামত দিন: