ঢাকা | সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১ বৈশাখ ১৪৩২

সুচিকিৎসার প্রতিকৃত নড়াইলের কমিউনিটি ক্লিনিক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮ ১১:৫৬

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৩ অক্টোবর ২০১৮ ১১:৫৬

সারাদেশে সর্বস্থরের মানুষের কাছে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ন ভুমিকা পালন করছে কমিউনিটি ক্লিনিকগুলো।

নড়াইল জেলায় রয়েছে ৯১ টি কমিউনিটি ক্লিনিক যেখানে প্রতি মাসে গড়ে প্রায় ১ লাখ মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে।


বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এসব ক্লিনিকে বিনামুল্যে ঔষধ প্রদানের জন্য প্রায় ২৯ প্রকারের ঔষধ সরবরাহ করা হচ্ছে বলে জানান ক্লিনিকের দ্বায়িত্বপ্রাপ্ত ডাক্তারেরা।


ঐসব ক্লিনিকে আগত রোগিদের কাছে জানা যায় আগে তাদের সামান্য জ্বর হলেও টাকা ও সময় ব্যায় করে সদর হাসপাতালে যেতে হতো। কিন্তু এখন কমিউনিটি ক্লিনিকেই তার চেয়ে ভালো সেবা ও ঔষধ পাচ্ছি।

রোগিরা আরো বলেন, আমরা আগে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জানতাম না তাই কোন পদ্ধতি ব্যবহার করতাম না। কমিউনিটি ক্লিনিক থেকে আমরা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি সম্পর্কে জেনে তা গ্রহণ করতে পারছি।

জ্বর, সর্দি, কাশি, কৃমি, পুষ্টি মা ও শিশু স্বাস্থ্য, কিশোর-কিশোরী স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন ধরনের সংক্রামক রোগের চিকিৎসা, সম্প্রসারিত টিকাদান কর্মসূচি পালন করছে।
কমিউনিটি ক্লিনিক সূত্র জানায়,প্রতিদিন ৪০ থেকে ৪৫ জন রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়ে থাকে।



আপনার মূল্যবান মতামত দিন: