
নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার বিকালে রাজধানীর সুএাপুর থানার অন্তরগত মহানগর দক্ষিণ যুবলীগের ৪৩ নং ওয়ার্ড, জনগনকে সচেতন করা ও বিএনপির রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে ৪৩ নং ওয়ার্ড যুবলীগ লিফলেট বিতরন, মিছিল ও সমাবেশ করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণিত এবং অতীতের 'জ্বালাও-পোড়াও' কর্মসূচির কারণে বিএনপিকে 'খুনি-সন্ত্রাসী' রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির আজ ৭ম দিনের মত মাঠে নেমেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। বিএনপিকে নিষিদ্ধের দাবিতে ১০ দিনের কর্মসূচির ৭তম ছিল আজ। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের মহানগর নেতা, প্রধান অতিথির বক্তব্যে, ফিরোজ উদ্দিন সায়মন বলেন, যুবলীগের যেকোনো কর্মসূচী যুব বন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট ভাইয়ের নেতৃত্ব সফল করা হবে , মহানগর দক্ষিণ যুবলীগ সহ- সভাপতি মুহাম্মদ মাহবুবুর রহমান পলাশ বলেন, বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জিয়াউর রহমান জড়িত ছিল। তখনই তার দল বিএনপিকে নিষিদ্ধ করার দরকার ছিল। কিন্তু তখন করা হয়নি। তাদের রাজনীতির সুযোগ দেয়া হয়েছে। এর ফলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২১ আগস্ট গ্রেনেড হামলা করে শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। সেটা না পারলেও সেদিন তারা ২৪ জনকে হত্যা করে। এরপর থেকে গণতন্ত্রের নামে নানা সহিংশ আন্দোলনে তারা মানুষ মেরেই চলছে। ২০১৩ ও ২০১৪ সাল তার প্রকৃষ্ট উদাহরণ। যুব বন্ধু একথা কাকরাইলের কর্মসুচীর প্রথমদিন বলেছিলেন। যুব বন্ধু সম্রাট ভাই আরও বলেছিলেন, একটি দলের নেতৃত্বশূন্য করতে রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে ২১ আগস্টের গ্রেনেড হামলা করেছে। তাতে প্রমাণিত হয় বিএনপি সন্ত্রাসী দল। তাদের নিষিদ্ধ করতে হবে। তাদেরকে রাজনীতির নামে মানুষ হত্যার সুযোগ দেয়া যবে না। যদি তাদের রাজনৈতিক অধিকার দেয়া হয়,তবে সারা বাংলার যুব সমাজকে সঙ্গে নিয়ে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর নির্দেশনায় ও যুববন্ধু ইসমাইল চৌধুরী সম্রাট ভাইয়ের নেতৃত্বে বৃহত্তর কর্মসূচি দিয়ে জনমত গরে তোলা হবে। ৪৩ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি হাজি সারোয়ার হোসেন স্বপন এর সভাপতিত্বে সমাবেশটি অনুষ্টিত হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, মহানগর দক্ষিণের সহ-সভাপতি আলী আকবর বাবুল, সাংগঠনিক সম্পাদক, গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান,অর্থ সম্পাদক ফিরোজ উদ্দিন সায়মন, সহ সমপাদক খনদকার রিয়াজ আহমেদ ফালান, মহানগর যুবলীগের অন্যতম সদস্য মোসতাফিজুর রহমান তপু প্রমুখ। পরে সেখান থেকে প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি প্যারিদাস রোড এর সামনে থেকে শুরু হয়ে আশপাশের সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে শেষ হয়। এর আগে হেমেন্দ্র দাস রোড,পিসি ব্যানার্জি লেন,গোপাল সাহা লেন, প্রতাপ শাহা রোড, ঈশবর দাসলেন বানি ভবনের সামনে এসে সেশ হয়। এলাকায় সরকারের উন্নয়নচিত্র তুলে ধরে লিফলেট বিতরণ করা হয়। এদিকে বিএনপিকে নিষিদ্ধের দাবিতে যুবলীগের মিছিল-সমাবেশ আজ (শুক্রবার) বিকালে রাজধানীর ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সুএাপুর থানার ৮০নং ওয়ার্ডের "বিএনপি সন্ত্রাসী সংগঠন, নিষিদ্ধ হওয়ায় প্রয়োজন" এই দাবিতে ওয়ার্ড যুবলীগ লিফলেট বিতরন, মিছিল ও সমাবেশ করেছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে প্রমাণিত এবং অতীতের 'জ্বালাও-পোড়াও' কর্মসূচির কারণে বিএনপিকে 'খুনি-সন্ত্রাসী' রাজনৈতিক দল হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির আজ ৭তম দিনের মত মাঠে নেমেছে যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ। সমাবেশে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের রিয়াজ হোসেন ফালন প্রধান অতিথি ছিলেন, বিশেষ আতিথি ছিলেন আলী আকবর বাবুল, সভাপতিত্ব করেন ৮০ নং সভাপতি এম এ মমিন ও সাধারন সম্পাদক উজ্জ্বল দাস পরিচালনায় অনুষ্টানটি পরিচালিত হয়।
আপনার মূল্যবান মতামত দিন: