
আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএফএম জানিয়েছে, বিশ্বের বৃহৎ অর্থনীতিক শক্তিগুলোর সার্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পরিমাণ কমছে।
এই ধরণের পরিস্থিতিতে যদি বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে তাদের বিনিয়োগ সরিয়ে নেয়ার কাজ করেন, তবে বিশ্বে অর্থনৈতিক সঙ্কট শুরু হতে পারে। বর্তমান প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে তাই বাজার নজরদারিতে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছে আইএফএম। গতকাল মঙ্গলবার সংস্থাটির মধ্য এবং মধ্যপ্রাচ্য বিষয়ক এক প্রতিবেদনে সংযুক্ত এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
বিবৃতিতে বলা হয়,‘বর্তমানে বিশ্ব অর্থনীতি একটি (বিনিয়োগ) সহায়ক প্রবৃদ্ধি অর্জন করছে, তবে তা অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তনের কারণে সংকুচিত হয়ে পড়ছে।’ বিশেষ করে, ২০১৮-১৯ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি ২০১৭ সালের প্রবৃদ্ধির সঙ্গে সমন্বয় রাখছে। ফলে বাৎসরিক প্রবৃদ্ধির হার কমছে। আগামী কয়েক বছরে বিশ্বের দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের প্রবৃদ্ধিও কমবে বলেই ধারণা সংস্থাটির। তবে মধ্যপ্রাচ্যের অর্থনীতিক প্রবৃদ্ধি নিয়ে আইএফএম-এর সাম্প্রতিক প্রতিবেদন ইতিবাচক অগ্রগতির আশা প্রকাশ করেছে।
বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি কমার বিষয়ে সংস্থাটির মধ্যপ্রাচ্য এবং মধ্য এশিয়াভিত্তিক পরিচালক জিহাদ আজৌর বলেন, ‘এই প্রেক্ষাপটে বিশ্ব পুঁজিবাজারের পরিস্থিতি পরিবর্তন হওয়ার ঝুঁকিতে রয়েছে। ’ মার্কিন গণমাধ্যম সিএনবিসিকে তিনি আরও বলেন, ধীরে ধীরে বিশ্ব প্রবৃদ্ধি কমে আসার প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। যার ফলাফল পুঁজিবাজারে অস্থিরতা সৃষ্টি করতে পারে।-খবর সিএনবিসি
আপনার মূল্যবান মতামত দিন: