odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 8th December 2025, ৮th December ২০২৫

ইবি প্রশাসনের ঈদ আনন্দ ভাগাভাগি

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ৭ June ২০২৫ ১৯:২৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ৭ June ২০২৫ ১৯:২৮

ইবি প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) একটি গরু এবং একটি খাসি কুরবানি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ দিন বিশ্ববিদ্যালয়ে বিদেশী শিক্ষার্থী, কর্মচারী, ক্যাম্পাসের নিরাপত্তাকর্মী ও মালি'সহ প্রায় দুইশত জনের মাঝে কুরবানির গোশত বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৭ জুন) ঈদুল আজহা'র নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ'র উপস্থিতিতে কুরবানি গোশত বিতরণ করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্দেশক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রায়ত উপাচার্যদের উৎসর্গ করে কুরবানি করা হয়েছে। আমি নিজ দায়িত্বে এই কুরবানির মাংস বিদেশি শিক্ষার্থী কর্মচারী, নিরাপত্তাকর্মী, পুলিশ ও প্রতিবন্ধী-সহ অসহায় দুস্থদের মাঝে সুষম বণ্টন করেছি।

প্রসঙ্গত, এর আগে সকাল সাড়ে ৭ টায় কেন্দ্রীয় মসজিদে ইবি উপাচার্য, শিক্ষক, কর্মকর্তা-সহ ইবি শাখা ছাত্র সংগঠনের নেতাকর্মী-সহ স্থানীয় এলাকাবাসী ঈদুল আজহা'র সালাত আদায় করেন।


মো. সামিউল ইসলাম
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া



আপনার মূল্যবান মতামত দিন: