ঢাকা | বৃহঃস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫, ২৭ চৈত্র ১৪৩১

ইয়াবাসহ চট্টগ্রাম বিএনপির দপ্তর সম্পাদক আটক

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮ ১১:০৮

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৮ ১১:০৮

চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক টিংকু দাশসহ চারজনকে নগরীর চৈতন্যগলি এলাকা থেকে ইয়াবাসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত নয়টার দিকে একটি বাসার ছাদে অভিযান চালিয়ে তাদের আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

টিংকুসহ আটক আরও তিনজন হলেন, মো.বাকী, ফিরোজ আলম ও মো.শাহজাহান।

পুলিশ জানিয়েছে, ইয়াবার আসরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের কাছে ৬০ পিস ইয়াবা পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন আরটিভি অনলাইনকে বলেন, টিংকু দাশসহ আরও তিনজন মিলে ইয়াবা সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে যখন অভিযান শুরু করা হয় তখন পুলিশ দেখে পালাতে গিয়ে টিংকু দাশ পায়ে সামান্য আঘাত পেয়েছেন। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: