
বিশ্বজুড়ে ক্যান্সারের মতোই থাবা বসিয়েছে মধুমেহ বা ডায়াবেটিস। একেবারে খুদে থেকে যুবক ডায়াবেটিসের কবল থেকে বাদ পড়ছেনা কেউই।
ডায়াবেটিসের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কমবেশি সকলেরই জানা। নিয়ন্ত্রিত জীবনযাপন, খাদ্য তালিকায় বদল আসলেও এই রোগকে ঠেকানো যাচ্ছে কই! তবু যথাসম্ভব আমাদের চেষ্টা করে যেতেই হবে। ডায়াবেটিস থেকে চোখের নানারকম সমস্যা দেখা দেয়।
বিশেষ করে রেটিনা ক্ষতিগ্রস্ত হয়। এবং সময়ে চিকিৎসা না হলে দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়।
চক্ষু বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, গবেষণায় দেখা গিয়েছে যাঁদের রক্তে সুগারের পরিমাণ বেশি তাঁদের চোখের রক্তজালিকা ক্রমশ পাতলা হয়ে আসে।
রেটিনার মধ্যে থাকা ফ্লুইড শুকিয়ে যেতে থাকে এবং এখান থেকেই নানারকম সমস্যা তৈরি হয়। তাই যাঁরা এই সমস্যায় ভুগছেন তাঁদের দ্রুত চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
আপনার মূল্যবান মতামত দিন: