odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 13th January 2026, ১৩th January ২০২৬

পাবনায় বিভিন্ন শ্রেণীর পক্ষ থেকে বিজয় দিবস পালন

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৬ December ২০১৮ ১৯:১৯

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৬ December ২০১৮ ১৯:১৯

 

আর কে আকাশ, বাংলার মুখ: বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বিজয় দিবস পালন করেছে
পাবনা পজেশন হোল্ডার ও দোকান মালিক ব্যবসায়ী সমিতি।

এ উপলক্ষে সকালে জাতীয় পতাকা উত্তোলন, সকাল সাড়ে ১০টায় পাবনা চেম্বার অব কমার্স এর আয়োজনে পাবনা নিউ মার্কেট থেকে বের করা হয় বিজয় র‌্যালী। বর্ণাঢ্য র‌্যালীটি শহরের আব্দুল হামিদ রোড পদক্ষিণ করে পাবনার কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভ দূর্জয় পাবনায় গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সংগঠনের পক্ষ থেকে দূর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধা জানানো হয়।


এসময় পজেশন হোল্ডার ও দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ-সভাপতি
আলহাজ¦ আবেদ হোসেন আবেদ, আব্দুর রাজ্জাক , সাধারণ সম্পাদক মো.
মাসুদুর রহমান মিন্টু, যুগ্ম সম্পাদক আনন্দ সরকার, সাইফুর রহমান, তৌহিদুল হাসান
হক দিপ, সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান তালুকদার বাবু, সহ-সাংগঠনিক
সম্পাদক আলতাব হোসেন ঝান্টু, অর্থ সম্পাদক গোলাম কাওসার খোকন, প্রচার
সম্পাদক জাহাঙ্গীর হোসেন রাজু, সহ-প্রচার সম্পাদক নুরুজ্জামান, বদিউজ্জামান
মিঠু, দপ্তর সম্পাদক আনোয়ারুল হক লিটন, ধর্ম বিষয়ক সম্পাদক শফিকুল আলম শফি,
এশিয়ান টিভি ও দৈনিক দিনের শেষের পাবনা জেলা প্রতিনিধি আর কে আকাশ,
কার্যকরী সদস্য পাভেল হাসান জাহাঙ্গীর, হালিম সরকার, জাকির হোসেনসহ সংগঠনের
অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এছাড়াও মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনা’র পক্ষ থেকেও বিজয় দিবস পালন করা হয়। সকাল সাড়ে ৭টায় পাবনা সাংস্কৃতিক চত্বর থেকে বের করা হয় বিজয় র‌্যালী। র‌্যালীটি
শহরের আ. হামিদ রোড পদক্ষিণ করে পাবনার কেন্দ্রীয় শহীদ স্মৃতি স্তম্ভ দূর্জয় পাবনায়
গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে সংগঠনের পক্ষ থেকে দূর্জয় পাবনায় পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদের শ্রদ্ধা জানানো হয়।


এসময় মহান বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন, পাবনা মিডিয়া এ্যাসোসিয়েশন এর সভাপতি হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক মীর ফজলুল করিম বাচ্চ, সিনিয়র সহ-সভাপতি জামাল রাজা, হাফিজুর রহমান রাসেল, যুগ্ম সম্পাদক মাহমুদুল হাসান মামুন (১), আর কে আকাশ (২), অর্থ সম্পাদক ঝন্টু সরদার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহেদি হাসান , প্রচার সম্পাদক সাজিদুল সাজু, প্রকাশনা সম্পাদক সুলতান হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সোহেল রানা, যোগাযোগ সম্পাদক হালিম শিকদার মাসুদ, দপ্তর সম্পাদক রুম্মান শাহ ইমরান, কার্য নির্বাহী সদস্য শ্রাবণ জামান মিম, শিশির ইসলাম, শ্রী অজয় কুমার প্রমূখ।


মিডিয়া অ্যাসোসিয়েশন পাবনার তালিকাভুক্ত সংগঠন বর্ষা মিডিয়ার লামিয়া, পাবনা
মিডিয়ার মাহি মিতা, আজাদ, প্রবাহ ক্রিয়েটিভ মিডিয়া, সিনে মিডিয়ার মৌসুমী,
শুভ, প্রতিচ্ছবি প্রডাকশন’র পিয়াল, আবির, ইমতিয়াজ, তাহমি, বৃস্টি, রিপি, ইমরান,
সবুজ, ওসমান, রাতুল, রাব্বি, আশিক, আকাশ, তুহিন, ওল্ড সিটি ফ্লিম প্রোডাকশন’র
শাওন, ভান্ডারী মিডিয়ার লাকি, আধুনিক মিডিয়ার সালাউদ্দিন সজল ও শাওন, সরদার
মিডিয়ার সাইদুল, রানা, সোহেল জুয়েল, সাইদ, শুভ, লিটন, রং পাখি মিডিয়া, নীলাকাশ
মিডিয়াকম’র রনি ইমরান, রিয়া মিডিয়ার খলিল, ইসমাইল, সোহেল, শহিদুল, আপন
মিডিয়ার মহিদুল, ফ্রেন্ডশীপ মিডিয়ার আলীরাজ, আয়না মিডিয়ার দিলশান কাজল, বিশ্বাস মিডিয়া, বন্ধু মিডিয়া, ঢামাকা ফুর্তি মিডিয়া, আর. এস. মাল্টিমিডিয়া,
ধানসিড়ি মিডিয়ার মিকাইল, ড্যাফোডিল মিডিয়ার পরিচালক গোলাম মর্তুজাসহ
সহযোগী সংগঠনের প্রতিনিধিগণ এসময় উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: