odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
অসহায় ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্মাইল অব পাবনা’

শীতার্তদের পাশে স্মাইল অব পাবনা

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৯ December ২০১৮ ১৮:১১

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৯ December ২০১৮ ১৮:১১

আর কে আকাশ, : অসহায় ও গরীব শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে
স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্মাইল অব পাবনা’। পাবনার বিভিন্ন স্থানে অসহায় ও গরীবদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। ‘স্মাইল অব পাবনা’র শ্রাবণ জামান বলেন, ‘আর্তমানবতার সেবায় ভবিষ্যতে আরও এ ধরনের কাজ অব্যাহত থাকবে।’


শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- ‘স্মাইল অব পাবনা’র শ্রাবণ জামান, ইমতিয়াজ আবির, পিয়াল হাসান, কৌশিক, অভি, তাহমিদ, রীতি, আশা, বৃষ্টি, মিষ্টি, অর্ণব, আবির (অফ), লিমন, ইস্তি, রাফি, মোল্লা পারভেজ, মেহেদী, শাউন বিশ্বাস লিও, সাব্বির হোসেন, সাজিদ, অপু, রবিনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও সংগঠকরা।


সংগঠনের ইমতিয়াজ আবিরের কাছে এটা দায়বদ্ধতা। তিনি বলেন, ‘অসহায় মানুষগুলোর পাশে আমাদেরকেই দাঁড়াতে হবে। আমরা এগিয়ে এলে অন্যরাও আসবে।’



আপনার মূল্যবান মতামত দিন: