odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 14th January 2026, ১৪th January ২০২৬
মুন্সীগঞ্জের উন্নয়ন এর রুপকার

অভিনন্দন মুন্সীগঞ্জ উন্নয়ন এর রুপকার সাগূফতা ইয়াসমিন এমিলি

gazi anwar | প্রকাশিত: ৩০ December ২০১৮ ২১:২৭

gazi anwar
প্রকাশিত: ৩০ December ২০১৮ ২১:২৭

তিন বারের মতো দুই লাখ ভোট এর ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মুন্সীগঞ্জ ০২ আসনের মহাজোট প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি , পরপর তিন বারের মতো হ্যাটিক সাংসদ হওয়ার বিরাট সৌভাগ্যবান তিনি।মুন্সীগঞ্জ এর ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে তার এই অর্জন। রাজনীতিতে সরাসরি অংশ গ্রহণ করে মুন্সীগঞ্জ এর রাজনীতিতে আমূল পরিবর্তন করে নতুন ধারাবাহিকতা তৈরি করে তিনি গণমানুষের মনে জায়গা করে নিয়েছেন। তিনি এক আলাপচারিতায় বলেছেন " আমি জনগনকে আমানত বলে মনে করি , এবং লৌহজং ও টঙ্গী বাড়ির মানুষের কাছে ঋণী হয়ে থাকবো আজিবন, আমার এতদিনের পরিশ্রম সার্থক হয়েছে বলে মনে করি। মুন্সীগঞ্জ এর ০৩ আসনে মহাজোটের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি নৌকার প্রতীক নিয়ে পেয়েছেন ২,১৫,৩৩৮ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঐক্যফ্রন্ট প্রার্থী মিজানুর রহমান সিনহা ধানের শীষ প্রতীক নিয়ে ১৪,০৬৫



আপনার মূল্যবান মতামত দিন: