
নিরাপত্তাজনিত কারণে সাবেক ডাচ এমপি ও রক্ষণশীল ইসলামের বিশিষ্ট সমালোচক আয়ান হিরসি আলি তার অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফর বাতিল করেছেন।
সোমালিয়ায় জন্মগ্রহণকারী এই লেখিকার সোমবার অস্ট্রেলিয়ার একটি টেলিভিশনে ‘হিরো অব হেরাসি’ শীর্ষক অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল।
অনুষ্ঠানটির আয়োজক থিংক ইনস বলেন, ‘নিরাপত্তাসহ বেশ কয়েকটি কারণে’ তিনি এই অনুষ্ঠান থেকে নিজেকে প্রত্যাহার করেছেন।
এর আগেও হিরসি আলিকে প্রাণনাশের হুমকি দেয়া হয়।
থিংক ইনস এক বিবৃতিতে বলেন, ‘অল্পদিনের মধ্যেই তিনি অস্ট্রেলিয়ায় ফিরতে পারবেন বলে আশা করছেন।’
ব্রিসবেন, মেইলবোর্ন, সিডনী ও অকল্যান্ডে হিরসির বক্তৃতা দেয়ার কথা ছিল। এই অনুষ্ঠানগুলোর প্রায় ২ হাজার টিকিট বিক্রি হয়ে গেছে।
আপনার মূল্যবান মতামত দিন: