ঢাকা | শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

চীন সফরের আমন্ত্রণ গ্রহণ ট্রাম্পের

Admin 1 | প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭ ০৫:৫৫

Admin 1
প্রকাশিত: ৯ এপ্রিল ২০১৭ ০৫:৫৫

মার্কিন পররাষ্ট্র মন্ত্রী রেক্স টিলারসন জানিয়েছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বেইজিং সফরের আমন্ত্রণ গ্রহণ করেছেন।
এদিকে চীনের প্রেসিডেন্ট বর্তমানে যুক্তরাষ্ট্রে দু’দিনের এক সফরে এসে ফ্লোরিডায় ট্রাম্পের মার-এ-লাগোয় অবস্থান করছেন।
মার্কিন নির্বাচনোত্তরকালে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন তীব্র রূপ নিলেও উভয়ের বৈঠকটিকে যথেষ্ট কূটনৈতিক বলে মনে করছেন বিশ্লেষকরা। বৈঠকে উভয় নেতাই চীন-মার্কিন সম্পর্কে নতুন কাঠামোর বিষয়ে সম্মত হয়েছেন।
টিলারসন জানান, প্রেসিডেন্ট ট্রাম্প ২০১৭ সালে রাষ্ট্রীয়ভাবে চীন সফর করবেন। তবে এ ব্যাপারে তিনি বিস্তারিত আর কিছু উল্লেখ করেননি।
তিনি আরো জানান, আলোচনায় এ দুই নেতার দৃষ্টিভঙ্গি ইতিবাচক ছিল। এ আলোচনা থেকে ভাল কিছু পাওয়ার ব্যাপারে আমরা সকলে অনেক আশাবাদী।



আপনার মূল্যবান মতামত দিন: