odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

মাদার অব অল বোমস : নিহত ৯০

Admin 1 | প্রকাশিত: ১৬ April ২০১৭ ০৯:৩৬

Admin 1
প্রকাশিত: ১৬ April ২০১৭ ০৯:৩৬

আফগানিস্তানের পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের ছোঁড়া প্রচন্ড শক্তিশালী বোমা হামলায় অন্তত ৯০ আইএস যোদ্ধা নিহত হয়েছে। শনিবার আফগান কর্মকর্তা একথা জানান।
‘মাদার অব অল বোমস’ নামের এবিইউ-৪৩/ন ম্যাসিভ অর্ডিন্যান্স এয়ার ব্লাস্ট বোমাটি প্রথমবারের মতো ব্যবহার করা হয়।
বৃহস্পতিবার আফগানিস্তানের নানগারহার প্রদেশের পূর্বাঞ্চলে আইএস যোদ্ধাদের অবস্থানে সবচেয়ে শক্তিশালী অপারমানবিক বোমাটি আঘাত হানে।
বোমা হামলায় আইএস জঙ্গিদের পার্বত্য ঘাঁটিটি মাটির সঙ্গে মিশে যায়।
অচিন জেলার গভর্নর ইসমাইল শিনওয়ারি বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘এই বোমা হামলায় অন্তত ৯২ আইএস যোদ্ধা নিহত হয়েছে।’
নানগারহার প্রদেশের মুখপাত্র আতাউল্লাহ কোগিয়ানি জানান, এই হামলা এখন পর্যন্ত ৯০ জন মারা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: