odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 4th December 2025, ৪th December ২০২৫

উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছে

Admin 1 | প্রকাশিত: ১৮ April ২০১৭ ২১:১৮

Admin 1
প্রকাশিত: ১৮ April ২০১৭ ২১:১৮

উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিয়েছে। দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বিবিসিকে বলেছেন, পিয়ংইয়ং সাপ্তাহিক ভিত্তিতে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে যাবে। আন্তর্জাতিক মহলে নিন্দা ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক উত্তেজনা থাকা সত্ত্বেও তারা এসব তৎপরতা চালিয়ে যাবে বলে জানিয়েছে।

উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী হান সং রিয়ল বিবিসিকে বলেন, ‘আমরা সাপ্তাহিক, মাসিক ও বার্ষিক ভিত্তিতে আরও ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাব।’

হান সং রিয়ল বলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেয়, তাহলে সর্বাত্মক যুদ্ধ বেধে যাবে।

এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স যুক্তরাষ্ট্রকে পরীক্ষা না করতে উত্তর কোরিয়াকে সতর্ক করেন। তিনি উল্লেখ করেন, উত্তর কোরিয়ার ব্যাপারে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের যুগ শেষ। যুক্তরাষ্ট্র আর কোনো ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক পরীক্ষা সহ্য করবে না।

কোরীয় উপদ্বীপে চলমান উত্তেজনার মধ্যে গত শনিবার পিয়ংইয়ং ব্যাপক সমরাস্ত্র প্রদর্শন করে। পরদিন তারা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। তবে এই পরীক্ষা ব্যর্থ হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার। এখন দেশটি ফের ক্ষেপণাস্ত্র পরীক্ষার হুমকি দিল।

পিয়ংইয়ংয়ের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্রের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে উত্তর কোরিয়া ইতিমধ্যে পাঁচটি পারমাণবিক পরীক্ষা এবং একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন: