ঢাকা | সোমবার, ১৯ মে ২০২৫, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২

প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে

odhikar patra | প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯ ১৭:৫১

odhikar patra
প্রকাশিত: ৩১ আগস্ট ২০১৯ ১৭:৫১

 

 ৩১ আগস্ট, শনিবার : প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে তথ্য প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে আজ ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) আয়োজিত ই-কমার্স ব্যবসা পরিচালনায় বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের অভিষেক অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মফিজুল ইসলাম এ কথা বলেন।
সচিব বলেন, ‘দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বিক্রির উপযোগী পণ্য আমাদের তৈরি করতে হবে। তথ্য প্রযুক্তির ব্যবহার না করলে প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকা যাবে না। এখন ব্যবসায়িক সংস্কৃতি পাল্টাচ্ছে। তাই এই বাস্তবতাকে মোকাবেলা করেই বাণিজ্য মন্ত্রণালয়, ই-ক্যাবসহ সরকারের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে একটি মার্কেট প্লেস গড়ে তুলছি। আমরা আশা করছি অন্য সব কোম্পানি এই ব্যবসায় যোগ হবে। যারা বেকার তাদেরও কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।’
এবার ১৭, ১৮ ও ১৯তম ব্যাচের ৭৫ জন নির্বাচিত উদ্যোক্তাকে সংগঠনের পক্ষ থেকে ১১ দিনের প্রশিক্ষণ দেয়া শুরু করেছে ই-ক্যাব।
বাণিজ্য মন্ত্রণালয়ের (ডব্লিউটিও) সেলের মহাপরিচালক মো. কামাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ই-ক্যাব সভাপতি শমী কায়সার।
প্রশিক্ষণ কর্মসূচির নানা দিক তুলে ধরেন ‘ই-বাণিজ্য করবো, নিজে ব্যবসা গড়বো’ প্রকল্পের পরিচালক মো. হাফিজুর রহমান জানান, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকার গৃহীত পদক্ষেপ বাস্তবায়নের নিরিখে তরুণ উদ্যোক্তাদের মেধা ও প্রাণশক্তিকে কাজে লাগিয়ে চতুর্থ শিল্পবিপ্লবে এগিয়ে থাকতেই এই উদ্যোগ নেয়া হয়েছে। এটি সরকারের মেধা ভিত্তিক কর্মসংস্থান গড়ে তোলার একটি প্রয়াস। সেই প্রয়াস বাস্তবায়নে ইতোমধ্যেই ৪০০ উদ্যোক্তাকে প্রশিক্ষণ দিয়েছে ই-ক্যাব।
ই-ক্যাব সাধারণ সম্পাদক মো. আব্দুল ওয়াহেদ তমাল জানান, বাংলাদেশে প্রায় ৭০ লাখের ওপর নিবন্ধিত ব্যবসা রয়েছে। তাদেরকে এই ধারায় সংযুক্ত করাটা এখন সময়ের দাবি।



আপনার মূল্যবান মতামত দিন: