
রাজধানীতে ‘সিটিং সার্ভিস’ বন্ধের সিদ্ধান্ত পর্যালোচনা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান।
তিনি বলেন, সিদ্ধান্ত পর্যালোচনার জন্য বুধবার সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হবে। এতে নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধিরাও থাকবেন।
ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্তে গত রোববার থেকে ঢাকায় অবৈধ সিটিং সার্ভিস বন্ধ হয়ে যায়।
এরপর পরিকল্পিতভাবে সড়কে বাস চলাচল কমিয়ে দেয় মালিকরা। এতে ব্যাপক ভোগান্তির শিকার হন রাজধানীবাসী।
এ হয়রানি বন্ধের বিষয়ে জানতে চাইলে মন্ত্রী বলেন, রাশ আওয়ারে যে পরিমাণ গাড়ি থাকে সে তুলনায় কম, তবে গাড়ি আছে।
তিনি বলেন, কেউ নানা অজুহাতে যদি গাড়ি না চালায় আমাদের দেশের বাস্তবতায় কি জোর করে গাড়ি নামাতে পারব? আর গাড়ির সঙ্গে যারা জড়িত, তারা খুব সামান্য মানুষ না, তারা অনেকেই খুব প্রভাবশালী।
এ অবস্থায় সিটিং সার্ভিস বন্ধে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত পর্যালোচনার কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, মালিক সমিতির দুই-তিন জনের সঙ্গে আলাপ করেছি। তারা যে সিদ্ধান্ত নিয়ে অভিযান করছেন বিষয়টি জনস্বার্থে রিভিউ করতে বলেছি। সবাইকে নিয়ে বসে জনস্বার্থে বাস্তবভিত্তিক নিয়ামক সিদ্ধান্ত নেয়ার কথা বলেছি।
আপনার মূল্যবান মতামত দিন: