odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 25th October 2025, ২৫th October ২০২৫

বগুড়ার শেরপুরে রিক্সাচালক আস্ত আকবরের সততা

odhikar patra | প্রকাশিত: ৩ September ২০১৯ ২০:৫১

odhikar patra
প্রকাশিত: ৩ September ২০১৯ ২০:৫১


শেরপুর (বগুড়া) প্রতিনিধি ঃ
বগুড়ার শেরপুরে কুড়িয়ে পাওয়া ব্যাগ গতকাল সোমাবার রাতে শেরপুর থানার অফিসার
ইনচার্জ হুময়ুন কবীর প্রকৃত মালিক হাবিবুরের হাতে তুলে দিয়েছেন।
জানা যায়, উপজেলার গাড়িদহ মডেল ইউনিয়নের চকপাথালিয়া গ্রামের মৃত করিম বক্স
প্রামানিকের ছেলে আস্ত আকবর দীর্ঘদিন ধরে শেরপুর উপজেলার বিভিন্ন এলাকায় রিক্সা
চালিয়ে জীবিকা নির্বাহ করে আসছে। এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত দেড়টার
দিকে স্থানিয় বাসস্ট্যান্ড এলাকায় ভাড়ার জন্য অপো করছিল। এ সময় অজ্ঞাত ব্যাক্তি একটি
মোটরসাইকেল নিয়ে বাসষ্ট্যান্ড নন্দীগ্রাম সড়ক থেকে ঢাকা-বগুড়া মহাসড়কে ওঠার
সময় বগুড়াগামী একটি যাত্রীবাহী কোচের ধাক্কায় চালকসহ দুইজন মাটিতে পড়ে গিয়ে
আহত হন। উপস্থিত লোকজন আহতদের উদ্ধারে এগিয়ে গেলে কে বা কারা ব্যাগটি আস্ত
আকবরের রিক্সায় রেখে যায়। পরে ব্যাগের মালিক না পাওয়ায় সে ব্যাগটি বাড়িতে নিয়ে
যায়। লোভ লালসার উর্ধ্বে থেকে ব্যাগের ভিতরে থাকা একটি ল্যাপটপ, একটি পাসপোর্ট
ও প্রয়োজনীয় কাগজপত্রসহ গত রোববার রাত ৯ টার দিকে শেরপুর থানার অফিসার
ইনচার্জ মো. হুমায়ুন কবীরের হাতে তুলে দিয়ে মানবতার দৃষ্টান্ত স্থাপন কনের। গতকাল
সোমবার রাত্রি ৯টায় প্রকৃত মালিক কুসুম্বি ইউপির দাড়কিপাড়া গ্রামের মৃত নাদের
হোসেনের ছেলে হাবিবুর রহমানের নিকট শরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন
কবীর ব্যাগ হস্তান্তর করেন।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, কুড়ে পাওয়া
ব্যাগটি প্রকৃত মালিককে ফিরিয়ে দিয়েছি। এবং আস্ত আকবর বড় মহৎ হৃদয়ের পরিচয়
দিয়েছে। মানুষের মাঝে আজও মানবতা আছে।



আপনার মূল্যবান মতামত দিন: