
আবরার হত্যাকারীদের কঠোর বিচার চাই। সন্তান জন্ম থেকে লালন পালন করা যে কত কষ্টের সেটা হাড়ে হাড়ে টের পাচ্ছি। কোন মায়ের বুক খালি হোক প্রত্যাশা করি না। তবে এই সুযোগে আবরারের ছবির পাশে অন্য কারো ছবি জোড়া লাগিয়ে পরিস্থিতি ভিন্নখাতে নেয়ার চেষ্টাকারীদেরকেও নজরে রাখা দরকার। পাশাপাশি ২ টা ছবি। ভালো করে দেখুন আবরার টাওজার পরা ছিলেন, প্যান্ট না।
এনামুল হক মনির ফেসবুক হতে
আপনার মূল্যবান মতামত দিন: