
সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি (ভারপ্রাপ্ত) এম আর তালুকদার বাবু একজন ক্লিন ইমেজের নেতা।
১৯৮২ সালে পশ্চিম শিয়ালদী তালুকদার বাড়িতে তার জন্ম। পিতা মরহুম আব্দুল মতিন তালুকদার। তিনি সিরাজদিখান তথা ইছাপুরা ইউনিয়ন এর হাতে গনা কয়েকজন আওয়ামী লীগারের একজন ছিলেন, কোন পদ-পদবীর লোভ ছিলোনা তার।দলের নিবেদিত প্রান ছিলেন।তালুকদার বাবু, স্কুল জীবন থেকেই ছাত্র রাজনিতি শুরু করেন,পরে ১৯৯৬ সালে থানা ছাত্রলীগ এর সদস্য, বি কে বি ডিগ্রী কলেজ ছাত্রলীগ এর জিএস (সাধারণ সম্পাদক) পরে থানা ছাত্রলীগ এর সভাপতি পদে প্রার্থীতা করেন। প্রতিষ্ঠাতা সিনিয়র সহ- সভাপতি সিরাজদিখান উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, সহ- সভাপতি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিরাজদিখান উপজেলা, সম্মানিত সদস্য আলজামিয়াতুল ইসলামিয়া মোস্তফাগঞ্জ মাদ্রাসা, কোষাধ্যক্ষ দারুসসালাম কওমি মাদ্রাসা, সি: সহ-সভাপতি বাইতুল মামুর জামে মসজিদ, সাবেক সাধারন সম্পাদক বাইতুল মামুর জামে মসজিদ, বিভিন্ন স্কুল ও সামাজিক প্রতিস্টান এর সাথে সম্পৃক্ত, উপদেষ্টা বন্ধন তরুন সংঘ, উপদেষ্টা লাল সবুজ সংঘ। তার রাজনৈতিক এবং সামাজিক জীবনে সে একজন পরিচ্ছন্ন ব্যক্তি হিসেবে পরিচিত
আপনার মূল্যবান মতামত দিন: