odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বাংলাদেশ করোনামুক্ত : আইইডিসিআর

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৫ March ২০২০ ০৩:৪০

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৫ March ২০২০ ০৩:৪০

ঢাকা, ১৪ মার্চ, ২০২০  : করোনাভাইরাস আক্রান্ত তৃতীয় ব্যক্তির সর্বশেষ রক্ত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বর্তমানে বাংলাদেশে করোনা আক্রান্ত কেউ নেই।

সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা আজ সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘বাংলাদেশ মোট ৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছিলেন। তাদের মধ্যে ২ জন আগেই সুস্থ হয়েছেন। এর মধ্যে একজন ইতিমধ্যে বাড়ি ফিরে গেছেন। আরেকজন সুস্থ হলেও হাসপাতাল ছেড়ে যাননি। অপরজন, অর্থাৎ সবশেষ যে ব্যক্তি করোনায় আক্রান্ত ছিলেন, তার প্রথম রক্ত পরীক্ষায় নেগেটিভ এসেছে। এখন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রটোকল অনুযায়ী তার দ্বিতীয়বার পরীক্ষা করা হবে। এতে নেগেটিভ এলে তাকে করোনামুক্ত ঘোষণা করা হবে।’
তিনি বলেন, বাংলাদেশে করোনা আক্রান্ত দুইজন সম্পূর্ণ সুস্থ। অপর একজনের অবস্থাও ভাল অবশেষে করোনামুক্ত হলো বাংলাদেশ। করোনা ভাইরাসে আক্রান্ত কোনো রোগী এখন দেশে নেই। যে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন, তাদের সবাই এখন করোনামুক্ত।
ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজিএইচএস) অতিরিক্ত পরিচালক ডা. সানিয়া তাহমিনা এবং প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এএসএম আলমগীর উপস্থিত ছিলেন।
অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, আজ সকালে আমিরাত এয়ারলাইনসের একটি বিমানে ইতালি থেকে ১৪২ জন যাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এদের মধ্যে ১২৬ জনকে আশকোনা হজ্জ্ব ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে রাখা হবে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় করোনা আশঙ্কায় ২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। যদিও কেউ শনাক্ত হয়নি। এখন পর্যন্ত ১০ জন হাসপাতালে আইসোলেশনে আছেন। এছাড়া ৪ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।


আপনার মূল্যবান মতামত দিন: