odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

মক্কার সব মসজিদ খুলছে রোববার

odhikar patra | প্রকাশিত: ২০ June ২০২০ ০৮:০৬

odhikar patra
প্রকাশিত: ২০ June ২০২০ ০৮:০৬

 
মক্কার সব মসজিদ খুলছে রোববার

 

প্রায় ৩ মাস পর পবিত্র নগরীর মক্কার সব মসজিদ খুলছে আগামী রোববার।

সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ জানায়, এতে খুলছে ১৫শর বেশি মসজিদ। তবে কঠোরভাবে মানতে স্বাস্থ্যবিধি। সবাইকে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে নামাজ পড়তে হবে। গত মাসে সৌদি আরবের সব মসজিদ খুলে দেয়া হলেও মক্কায় বন্ধ ছিল।

মসজিদগুলো জীবাণুমুক্ত করতে একটি এজেন্সিকে নিয়োগ দিয়েছে সৌদি কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: