ঢাকা | বৃহঃস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নারীদের প্রসবজনিত ফিস্টুলা রোগ বিষয়ক অবহিতকরণ সভা লক্ষ্মীপুরে

odhikarpatra | প্রকাশিত: ২২ মে ২০২২ ০৪:৩৮

odhikarpatra
প্রকাশিত: ২২ মে ২০২২ ০৪:৩৮

 

লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলায় আজ নারীদের প্রসবজনিত ফিস্টুলা বা ভগন্দর  রোগ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 
আজ শনিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে হোপ ফাউন্ডেশন নামে একটি এনজিও।
কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.  মো. আবু তাহেরের সভাপতিত্বে এতে আলোচনা করেন ডা. রাজিব কুমার সাহা ও  হোপ ফাউন্ডেশনের  কো অর্ডিনেটর রাকিবুল হক। 
এ কর্মশালায় স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের স্বাস্থ্যকর্মীগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মলদ্বারের পার্শ্বস্থিত  কোনো স্থানে এক বা একাধিক মুখ  দিয়ে মাঝেমধ্যে পুঁজ বের হয়ে আসাকে আমরা ফিস্টুলা বা ভগন্দর বলে থাকি। মলদ্বারের ক্যান্সার এবং বৃহদন্ত্রের প্রদাহজনিত  রোগেও ফিস্টুলা হয়ে থাকে। মলদ্বারে যক্ষ্মার কারণেও ফিস্টুলা হতে পারে।
বক্তারা আরও জানান, ২০১২ সাল  থেকে ২০২১ পর্যন্ত  হোপ ফাউন্ডেশন ৭০৪ জন প্রসবজনিত ফিস্টুলা  রোগীর অপারেশন করেছে। এই  রোগে আক্রান্তদের বিনার্মূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতে কাজ করছে প্রতিষ্ঠানটি। 
সভায় জানানো হয়, ২০৩০ সালের মধ্যে নারীদের প্রসবজনিত ফিস্টুলা বা ভগন্দর  রোগের হার শূন্যের কোটায় নিয়ে আসতে চায় সরকার।



আপনার মূল্যবান মতামত দিন: