
- এবার হজে গিয়ে মারা গেলেন নোয়াখালীর নুরুল আমিন
সৌদি আরবে পবিত্র হজ পালন করতে গিয়ে বাংলাদেশি আরেকজন হাজির মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। এ নিয়ে বাংলাদেশী ২ জন হাজি পবিত্র মক্কানগরীতে মারা গেল।
৬৪ বছর বয়সী এই হজযাত্রীর নাম নুরুল আমিন। তিনি নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুরের ৬ নম্বর ওয়ার্ডের নুরুল আমিন মঞ্জিলের ফজলে মিয়ার ছেলে। তাঁর পাসপোর্ট নম্বর ‘EF 0758006’ এবং পিআইডি নম্বর '1337014'।
আপনার মূল্যবান মতামত দিন: