odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জনের মৃত্যু

odhikarpatra | প্রকাশিত: ১৩ November ২০২২ ০৮:০৭

odhikarpatra
প্রকাশিত: ১৩ November ২০২২ ০৮:০৭

সারা দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৬ জন মারা গেছেন। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছে ১৯৯ জন।

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু আক্রান্ত হয়ে আজ হাসপাতালে ভর্তি হয়েছে ৯১৮ জন। এরমধ্যে ঢাকায় ৫৩০ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে ৩৮৮ জন ভর্তি হয়েছে।
আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৩ হাজার ২৭৫ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছে। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ২ হাজার ২৪ জন এবং অন্যান্য বিভাগে ভর্তি রয়েছে ১ হাজার ২৫১ জন রোগী।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৪৭ হাজার ৬৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকায় ৩১ হাজার ৩১২ জন এবং ঢাকার বাইরে ১৬ হাজার ৩৫৮ জন।
অন্যদিকে, চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ১৯৬ জন। এর মধ্যে ঢাকায় ২৯ হাজার ১৬৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন স্থানে ১৫ হাজার ২৭ জন।



আপনার মূল্যবান মতামত দিন: