odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে দাঁতের সর্বাধুনিক চিকিৎসা রয়েছে : বিএসএমএমইউ উপাচার্য

odhikarpatra | প্রকাশিত: ৬ January ২০২৩ ০৮:৫৬

odhikarpatra
প্রকাশিত: ৬ January ২০২৩ ০৮:৫৬

ঢাকা, ৫ জানুয়ারি, ২০২৩ : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, বাংলাদেশে দাঁতের সর্বাধুনিক চিকিৎসা রয়েছে। ডেন্টাল চিকিৎসা সেবার উন্নয়নের কারণে দেশে দাঁত-বিহীন মানুষ দেখা যায় না। 

তিনি বলেন, সময়ের প্রয়োজনে ডেন্টালের উন্নয়নের চিত্র সবার সামনে তুলে ধরা প্রয়োজন। এজন্য লিখিত আকারে বাংলাদেশের ডেন্টাল উন্নয়নের ধারবাহিকতার চিত্র সংরক্ষণ করা উচিৎ।
আজ বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের ৪র্থ তলায় ডেন্টাল অনুষদের বিভিন্ন বিভাগের বহির্বিভাগ-১-এ স্থানান্তরের চাবি হস্তান্তর উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উপাচার্য বলেন, দেশে বর্তমানে ডেন্টাল চিকিৎসায় সকল ধরনের যন্ত্রপাতি উৎপাদিত হচ্ছে। আগে এসব যন্ত্র বিদেশ থেকে আনা হতো। দেশে এসব যন্ত্র উৎপাদনের ফলে অনেক বৈদেশিক মুদ্রা সাশ্রয় হচ্ছে।
অনুষ্ঠানে এ সময় হল প্রভোস্ট অধ্যাপক ডা. এসএম মোস্তাফা জামান, অর্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. গাজী শামীম আহসান, ওরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. ওয়ারেছ উদ্দিন, প্রস্থোডনটিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: