odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বগুড়া নন্দীগ্রামে খেলতে গিয়ে হত্যার শিকার ৫ বছরের শিশু

odhikarpatra | প্রকাশিত: ১৬ February ২০২৩ ০৬:০২

odhikarpatra
প্রকাশিত: ১৬ February ২০২৩ ০৬:০২

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টারঃ

বগুড়ার নন্দীগ্রামে খেলতে গিয়ে হত্যার শিকার হয়েছে মুনিম নামের ৫ বছরের শিশু। শিশুটির মাথার পিছনে আঘাত করে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করছে পুলিশ। ঘটনাটি উপজেলার ৪নং থালতা-মাঝগ্রাম ইউনিয়নের ছোটচাঙ্গুইর মীরপাড়া গ্রামে। নিহত শিশু ছোটচাঙ্গুইর গ্রামের ইদ্রিস মাস্টারের ছেলে।

পুলিশ ও শিশুটির পরিবার সূত্রে জানাযায়, বুধবার (১৫ ফেব্রয়ারী) সকাল ৮টায় গ্রামের হাফিজিয়া মাদ্রাসা থেকে বাড়ি ফিরে কিছু না খেয়েই শিশুটি খেলতে বেড়িয়ে পরে। পরে শিশুটির মা ও বাবা শিশুটিকে আশেপাশে খুজতে থাকে, খোজাখুজির এক পর্যায়ে শিশুটির মা পাশের বাড়ির জাইদুল হোসেন (নেকবর) এর বাড়ির পিছনে শিশুটির পায়ের জুতা পরে থাকতে দেখে এবং নেকবর এর টয়লেটের কুপের মুখ খোলা দেখে ভিতরে তাকাতেই শিশুটির পা দেখতে পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে শিশুটিকে মৃত উদ্ধার করে। পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে হত্যাকান্ডের বিভিন্ন আলামত সংগ্রহ সহ শিশুটির মরদেহ থানায় নিয়ে আসে। এই ঘটনায় ২জন কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

উক্ত বিষয়ে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেনের কাছে জানতে চাইলে তিনি জানান, হত্যার শিকার শিশুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উৎঘাটনে পুলিশ কাজ করছে।



আপনার মূল্যবান মতামত দিন: