odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 11th December 2025, ১১th December ২০২৫

স্মার্ট বাংলাদেশে নির্মাণে প্রধানমন্ত্রী স্মার্ট নেতৃত্ব দিচ্ছেন : ইন্দিরা

odhikarpatra | প্রকাশিত: ২৪ February ২০২৩ ০৬:৪৮

odhikarpatra
প্রকাশিত: ২৪ February ২০২৩ ০৬:৪৮

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ : মহিলা ও শিশু প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট নেতৃত্ব দিচ্ছেন। নারীদের তথ্যপ্রযুক্তি ও বিজ্ঞান শিক্ষায় অংশগ্রহণ বৃদ্ধিতে সরকার গুরুত্ব দিয়েছে। তিনি আজ রাজধানীর আগারগাঁও পর্যটন ভবনে মন্ত্রণালয় ও ইউএন উইমেন বাংলাদেশ আয়োজিত ৬৭তম কমিশন অন দ্য স্টাটাস অব উইমেন অধিবেশন উপলক্ষে কন্সাল্টেশন সভায় প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। তিনি বলেন, বর্তমান সরকার নারীর ক্ষমতায়ন, জেন্ডার সমতা অর্জন, উন্নয়ন এবং নারী নির্যাতন প্রতিরোধে ডিজিটাল প্রযুক্তির ব্যবহার, উদ্ভাবনের লক্ষ্যে বিভিন্ন আইন, পলিসি ও স্ট্রাটেজি প্রণয়ন ও বাস্তবায়ন করছে। নারীদেরকে নিরাপদ ইন্টারনেট, সাইবার নিরাপত্তা, বাল্যবিবাহ এবং নারী নির্যাতন প্রতিরোধে সচেতন করা হচ্ছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ইউএন উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টিভ গীতাঞ্জলী সিং। অনুষ্ঠানে মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক ফরিদা পারভীন, জাতীয় মহিলা সংস্থার নির্বাহী পরিচালক আবেদা আকতার, অতিরিক্ত সচিব মুহাম্মদ ওয়াহিদুজ্জামানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ফোকাল পয়েন্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় আরো উপস্থিত ছিলেন রোকেয়া কবীর, রঞ্জন চন্দ্র কর্মকার, শিপা হাফিজাসহ বিভিন্ন উন্নয়ন সংস্থার প্রতিনিধিবৃন্দ



আপনার মূল্যবান মতামত দিন: