ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রয়াত মালেক স্যারের স্মরণ সভাটি সর্বতোভাবে সফল করার জন্য

বঙ্গবন্ধু পরিষদের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন

odhikarpatra | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৪

odhikarpatra
প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৪

১৪ ফাল্গুন ১৪২৯, ২৭ ফেব্রুয়ারি ২০২৩  : গতকাল ২৭ শে ফেব্রুয়ারি বঙ্গবন্ধু পরিষদের সাধারন সমপাদক অধ্যাপক ড. আ ব ম ফারুক এক বিবৃতিতে বলেন সম্প্রতি প্রয়াত মালেক স্যারের স্মরণ সভাটি সর্বতোভাবে সফল হয়েছে বলে দেশ ও বিদেশ থেকে অসংখ্য বন্ধুরা জানিয়েছেন। আমি তাদেরকে জানিয়েছি যে এই সাফল্যটি কারো একার নয়, বরং যারা যারা বিভিন্নভাবে হাত লাগিয়েছন তাদের সবার। এতে বঙ্গবন্ধু পরিষদের যারা শ্রম ও সময় কিংবা বুদ্ধি-পরামর্শ দিয়েছেন, এই কৃতিত্বের দাবিদার তারা সবাই। তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। এরা সবাই একটা কার্যকর ও পরিশ্রমী টিম ওয়ার্কে সুসংগঠিতভাবে কাজ করেছেন বলেই এই কঠিন, জটিল ও বহুমাত্রিক কাজটি সম্ভব হয়েছে। আমরা সবাই সুসংগঠিত ও পরিশ্রমী ছিলাম বলেই অতি অল্প সময়ের মধ্যে এই সফলতা এসেছে। এবং এই কারণেই আমি এ পর্যন্ত আমাদের অনুষ্ঠানের খবর সম্বলিত ৩৬টি দৈনিক পত্রিকা সংগ্রহ করেছি যেগুলো সুন্দর করে ক্লিপিং করে রাখার জন্য ইতোমধ্যে নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ৯টি টিভি চ্যানেলে আমাদের নিউজটা আমি দেখেছি। ভালোভাবে খুঁজলে হয়তো আরো পাওয়া যাবে। এছাড়া কতগুলো নেট পোর্টালের সংবাদ মাধ্যমগুলোতে আমাদের সংবাদ এসেছে তা অজানা। কবি জীবনানন্দ দাশের মা কুসুমকুমারী দাশও ছিলেন একজন সুখ্যাত কবি। তাঁর এক কবিতায় আছে - ‘আমাদের দেশে সেই ছেলে হবে কবে / কথায় না বড় হয়ে কাজে বড় হবে।’ আমাদের সংগঠনের এই পরিশ্রমী মানুষেরা দেখিয়ে দিয়েছেন যে তারা আসলেই বড় মানুষ। এই বড় মানুষদেরকে আমি শ্রদ্ধা করি আর অভিনন্দন জানাই। আমি বিশ্বাস করি আগামী দিনগুলোতেও তারা এমন চমকপ্রদ অনেক উদাহরণ সৃষ্টি করবেন। আমাদের প্রিয় বঙ্গবন্ধু পরিষদের সত্যিকার কাজের মানুষদের এই ঐক্য বেঁচে থাকুক অনন্তকাল।

 



আপনার মূল্যবান মতামত দিন: