odhikarpatra@gmail.com ঢাকা | Monday, 10th November 2025, ১০th November ২০২৫

নভেম্বরে ডেনিম প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক: | প্রকাশিত: ২১ August ২০১৭ ১৭:৩৩

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ২১ August ২০১৭ ১৭:৩৩


ক্রেতা এবং ভোক্তার কাছে পোশাক উৎপাদন স্থান ও প্রক্রিয়া যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে সাপ্লাই চেইনের স্বচ্ছতা আনয়নের বিষয়টির উপর গুরুত্বারোপ করে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ডেনিম এক্সপোর ৭ম সংস্করন। আগামী ৮ এবং ৯ই নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বিশ্বমানের এই বৃহৎ ডেনিম প্রদর্শণী।
বস্ত্র ও পোশাক শিল্পের সাপ্লাই চেইনে স্বচ্ছতা আনয়নের দাবিটি বিশ্বব্যাপী ক্রমাগত জোরালো হচ্ছে। সে বিবেচনায় বাংলাদেশ ডেনিম এক্সপোর আসন্ন সংস্করনের মূল প্রতিপাদ্য হবে এই শিল্পের ‘স্বচ্ছতার’ বিষয়টি, যা মেলার বিভিন্ন কার্যক্রমে প্রতিফলিত হবে যাতে সকলে পোশাক উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা পেতে পারেন।
মেলার আয়োজকদের মতে, তুলা উৎপাদন থেকে শুরু করে কাপড়ে রঙ দেওয়া, সেলাই করা ইত্যাদির পেছনে কার কার ভূমিকা রয়েছে তা সম্পর্কে পরিস্কার চিত্র তুলে ধরার অর্থই হচ্ছে ‘স্বচ্ছতা’।
পোশাক উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ যখন স্বচ্ছতার সাথে কাজ করে তখন তা সাপ্লাই চেইনের মধ্যে এবং জনগণের কাছে তাদের উন্মুক্ততা, যোগাযোগ এবং দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হয়।
এই প্রদর্শনীতে ভিন্নধর্মী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত শীর্ষ পণ্য এবং এক্সপোর থিম এর উপর ভিত্তি করে তাদের কার্যক্রম প্রদর্শন করবে যা সম্পূর্ণ ডেনিম সরবাহকারী চেইনকে প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ মোস্তাফিজ উদ্দিন বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের মিলন মেলা হিসেবে গড়ার মাধ্যমে বাংলাদেশকে ডেনিমের একটি আকর্ষণীয় আন্তর্জাতিক কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করাই বাংলাদেশ ডেনিম এক্সপোর অন্যতম লক্ষ্য। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সম্পূর্ণ ডেনিম ভ্যালু চেইন এর জন্য অধিকতর সুযোগ সৃষ্টিকরা এবং ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করাও এ মেলা আয়োজনের উদ্দেশ্য।”
মোস্তাফিজ উদ্দিন বলেন, “বিশ্বে যেখানে নৈতিকতা ও দায়িত্ববোধ প্রশ্নবিদ্ধ, সেখানে পণ্য উৎপাদনের ইতিহাস এবং উৎস হচ্ছে প্রধান বিবেচ্য বিষয়। স্বচ্ছতা বলতে আরো বোঝায় শ্রমিকের অধিকার ও কল্যাণের বিষয়টি নজরদারি ও দায়িত্বশীলতার আওতায় নিয়ে আসা।” সমগ্র বিশ্ব থেকে ইতোমধ্যে মোট ৫৮ জন প্রদর্শনকারী বাংলাদেশ ডেনিম এক্সপোর ৭ম সংস্করনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।

ক্রেতা এবং ভোক্তার কাছে পোশাক উৎপাদন স্থান ও প্রক্রিয়া যথাযথভাবে তুলে ধরার মাধ্যমে সাপ্লাই চেইনের স্বচ্ছতা আনয়নের বিষয়টির উপর গুরুত্বারোপ করে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ডেনিম এক্সপোর ৭ম সংস্করন। আগামী ৮ এবং ৯ই নভেম্বর রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় অনুষ্ঠিত হবে বিশ্বমানের এই বৃহৎ ডেনিম প্রদর্শণী।
বস্ত্র ও পোশাক শিল্পের সাপ্লাই চেইনে স্বচ্ছতা আনয়নের দাবিটি বিশ্বব্যাপী ক্রমাগত জোরালো হচ্ছে। সে বিবেচনায় বাংলাদেশ ডেনিম এক্সপোর আসন্ন সংস্করনের মূল প্রতিপাদ্য হবে এই শিল্পের ‘স্বচ্ছতার’ বিষয়টি, যা মেলার বিভিন্ন কার্যক্রমে প্রতিফলিত হবে যাতে সকলে পোশাক উৎপাদন প্রক্রিয়া সম্পর্কে একটি স্বচ্ছ ধারনা পেতে পারেন।
মেলার আয়োজকদের মতে, তুলা উৎপাদন থেকে শুরু করে কাপড়ে রঙ দেওয়া, সেলাই করা ইত্যাদির পেছনে কার কার ভূমিকা রয়েছে তা সম্পর্কে পরিস্কার চিত্র তুলে ধরার অর্থই হচ্ছে ‘স্বচ্ছতা’।
পোশাক উৎপাদন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহ যখন স্বচ্ছতার সাথে কাজ করে তখন তা সাপ্লাই চেইনের মধ্যে এবং জনগণের কাছে তাদের উন্মুক্ততা, যোগাযোগ এবং দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ বলে বিবেচিত হয়।
এই প্রদর্শনীতে ভিন্নধর্মী প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত শীর্ষ পণ্য এবং এক্সপোর থিম এর উপর ভিত্তি করে তাদের কার্যক্রম প্রদর্শন করবে যা সম্পূর্ণ ডেনিম সরবাহকারী চেইনকে প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ ডেনিম এক্সপোর প্রতিষ্ঠাতা ও সিইও মোঃ মোস্তাফিজ উদ্দিন বলেন, “বিশ্বের বিভিন্ন দেশের ডেনিম প্রস্তুতকারক প্রতিষ্ঠানসমূহের মিলন মেলা হিসেবে গড়ার মাধ্যমে বাংলাদেশকে ডেনিমের একটি আকর্ষণীয় আন্তর্জাতিক কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠা করাই বাংলাদেশ ডেনিম এক্সপোর অন্যতম লক্ষ্য। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার পাশাপাশি সম্পূর্ণ ডেনিম ভ্যালু চেইন এর জন্য অধিকতর সুযোগ সৃষ্টিকরা এবং ব্যবসার নতুন দিগন্ত উন্মোচন করাও এ মেলা আয়োজনের উদ্দেশ্য।”
মোস্তাফিজ উদ্দিন বলেন, “বিশ্বে যেখানে নৈতিকতা ও দায়িত্ববোধ প্রশ্নবিদ্ধ, সেখানে পণ্য উৎপাদনের ইতিহাস এবং উৎস হচ্ছে প্রধান বিবেচ্য বিষয়। স্বচ্ছতা বলতে আরো বোঝায় শ্রমিকের অধিকার ও কল্যাণের বিষয়টি নজরদারি ও দায়িত্বশীলতার আওতায় নিয়ে আসা।” সমগ্র বিশ্ব থেকে ইতোমধ্যে মোট ৫৮ জন প্রদর্শনকারী বাংলাদেশ ডেনিম এক্সপোর ৭ম সংস্করনে তাদের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করেছে।



আপনার মূল্যবান মতামত দিন: