odhikarpatra@gmail.com ঢাকা | Thursday, 6th November 2025, ৬th November ২০২৫

আমি কাজ করতে উপভোগ করি:সাকিব আল হাসান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ April ২০২৩ ২৩:১১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ April ২০২৩ ২৩:১১

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান যেন সুপারম্যান।সকালে ঢাকায় তো বিকালে চট্টগ্রাম কিংবা সিলেটে। পর দিন আবার হয়তো ঢাকায়।গত এক মাসের চিত্র এমনটিই ছিল সাকিব আল হাসানের।মাঠের লড়াই শেষ করেই বিজ্ঞাপন মঞ্চে শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি। সাকিবের যেন ক্লান্তি নেই।

গতকাল শনিবার ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে দুপুরে সাভার যান সাকিব।এর পর সন্ধ্যায় হেলিকপ্টারে করে ঢাকায় ফিরে একটি বাইক কোম্পানির প্রচার অনুষ্ঠানে যোগ দেন। 

সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ব্যস্ততা প্রসঙ্গে সাকিব বলেন, আমার কাছে মজা লাগে, আমি উপভোগ করি এটা। আমার কাছে মনে হয়, আমি যদি কাজ না করি তা হলে আমি পাগল হয়ে যাব।সুতরাং আমি কাজ করতে চাই।



আপনার মূল্যবান মতামত দিন: