odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

‘লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান

ডেক্সবার্তা | প্রকাশিত: ৩১ August ২০১৭ ১৪:০৯

ডেক্সবার্তা
প্রকাশিত: ৩১ August ২০১৭ ১৪:০৯

সৌদি আরবে সমবেত হওয়া প্রায় ২৫ লাখ মুসলমান মিনা থেকে রওনা হয়েছেন হজের মূল আনুষ্ঠানিকতায় অংশ নিতে; সৃষ্টিকর্তার কাছে হাজিরা দিতে তাদের ‘লাব্বাইক আল্লাহুমা লাব্বাইক’ ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান।

সৌদি আরবের সংবাদ মাধ্যমের হিসাব অনুযায়ী, বিশ্বের ১৭১টি দেশের ধর্মপ্রাণ মুসলমান এবার হজ করছেন, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা এক লাখ ২৭ হাজারের বেশি।

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি আবদুল আজিজ আল শাইখ আরাফাতের মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা দেবেন। রেডিও ও টেলিভিশনে তা সম্প্রচার করা হবে।
প্রায় ৪ বর্গমাইল আয়তনের সমতল এই ময়দানের দক্ষিণে মক্কা হাদা তায়েফ রিং রোড, উত্তরে সাদ পাহাড়। সেখান থেকে আরাফাত সীমান্ত পশ্চিমে আরও প্রায় পৌনে ১ মাইল বিস্তৃত।



আপনার মূল্যবান মতামত দিন: