odhikarpatra@gmail.com ঢাকা | Saturday, 24th January 2026, ২৪th January ২০২৬

দেশের ১০ অঞ্চলে বৃষ্টিসহ ঝড়ের আভাস

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৫ July ২০২৩ ১৬:২৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৫ July ২০২৩ ১৬:২৭

দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে ঝড় বয়ে যাওয়ার আভাস রয়েছে। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। বুধবার (৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, কুমিল্লা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কি.মি. বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার (৩ জুলাই) রাত পর্যন্ত তার আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায়, ৮৩ মিলিমিটার। এ সময়ে ঢাকায় কোনো বৃষ্টি হয়নি। 



আপনার মূল্যবান মতামত দিন: