ঢাকা | রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

বিশ্ব জনসংখ্যা দিবস আজ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ০৫:২৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১২ জুলাই ২০২৩ ০৫:২৮

বিশ্ব জনসংখ্যা দিবস আজ (১১ জুলাই)। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘জেন্ডার সমতাই শক্তি : নারী ও কন্যা শিশুর মুক্ত উচ্চারণে হোক পৃথিবীর অবারিত সম্ভাবনার দ্বার উন্মোচন’।

এ বিষয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, জাতীয় উন্নয়নে নারীদের অধিক হারে সম্পৃক্ত করতে হবে এবং নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেছেন, সুস্থ-সবল জাতি গঠনের জন্য মা ও শিশুস্বাস্থ্য এবং প্রজনন স্বাস্থ্যসেবা সংক্রান্ত কর্মসূচির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে নারী ও কন্যা শিশুর অপার সম্ভাবনাসমূহ কাজে লাগানো এখন সময়ের দাবি।

১৯৯০ সালের ১১ জুলাই প্রথম বারের মতো ৯০টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়। তারই ধারবাহিকতায় নানা আয়োজনের মধ্য দিয়ে এ বছর বাংলাদেশ বিশ্ব জনসংখ্যা দিবস পালন করতে যাচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: