ঢাকা | শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপরে তিস্তার পানি

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩ ২২:০০

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৩ জুলাই ২০২৩ ২২:০০

ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলের কারণে তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার সর্বোচ্চ ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি নিয়ন্ত্রণে ব্যারাজের ৪৪টি গেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ।

পানি বৃদ্ধির ফলে নিম্ন অঞ্চলের রাস্তাঘাট ও ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে। নদী পাড়ের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়ছেন।

প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। এতে লালমনিরহাটের ৫ উপজেলায় প্রায় ৪ হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়ছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকাল ৬টায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের পয়েন্টে তিস্তার পানিপ্রবাহ রেকর্ড করা হয়েছে ৫২ দশমিক ৩৪ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে শনিবার (৮ জুলাই) তিস্তার পানি বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছিল।



আপনার মূল্যবান মতামত দিন: