odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

দেশে এক দিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৫ September ২০২৩ ১৮:০৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৫ September ২০২৩ ১৮:০৮

দেশে গত এক দিনে ডেঙ্গুতে ১১ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ছয়জন ঢাকা মহানগরের ও পাঁচজন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে মারা গেছে। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে দুই হাজার ৬৬৩ জন। এর মধ্যে এক হাজার ৭৬৩ জন ঢাকার বাইরের হাসপাতালে ভর্তি হয়েছে।

ঢাকায় ভর্তি হয়েছে ৯০০ জন। গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের ডেঙ্গু পরিস্থিতির এমন তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। নতুন রোগীদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৯ হাজার ৯১৩ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ ৫৯ হাজার ৮৩৫। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭৭৮।

গত আগস্ট মাসে ডেঙ্গুতে মারা গেছে ৩৪২ জন। হাসপাতালে ভর্তি হয় ৭১ হাজার ৯৭৬ জন। আর চলতি সেপ্টেম্বরে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৩৬ হাজার ২৭ জন ডেঙ্গু রোগী।



আপনার মূল্যবান মতামত দিন: