odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে সুইটি নামের এক মহিলার মৃত্যু

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি | প্রকাশিত: ৭ November ২০২৩ ২৩:২৪

রবিউল ইসলাম মিনাল, গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৭ November ২০২৩ ২৩:২৪

রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের সিএনবি কসাইপাড়া সুইটির মোর নামক এলাকায় আজ/৭/১১/২০২৩ তারিখ বিকাল আনুমান ৪ টার দিকে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সুইটি (৩৫) স্বামী ওসমান(৪০)কসাইপাড়া গোদাগাড়ী।

স্থানীয় সূত্রে জানা যায় ৬ দিন আগে জেল থেকে এসেছে সুইটি গতকাল রাতে রুমে ঢুকে দরজা লাগিয়ে ছিলেন আজকে সকালবেলা তার স্বামী ওসমানকে (৪০) কোর্টে হাজিরা দেওয়ার জন্য টাকা দিতে বের হন। এরপর সারাদিন বের হয়নি বিকাল চারটার দিকে কোট থেকে এসে দরজা লাগানো অবস্থায় দেখে দরজায় নক করলে অনেকক্ষণ যাবৎ ধাক্কা ধাক্কি করে কোন সারা শব্দ না পেয়ে রডেস সাবল দিয়ে স্বামী ওসমান(৪০) ও আরিফ( ৪৫) পিতা: মৃত আইসুদ্দিন , দুজনে দরজা ভেঙে দেখেন অন্না পেছানো অবস্থায় গলায় ফাঁসি দিয়েছে।

এ সময় কান্নাকাটির আওয়াজে এলাকাবাসী জানতে পারে সুইটি(৩৫) গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা বলেন হিরোইনের মামলায় গত ছয় দিন আগে জামিনে এসেছে সুইটি (৩৫)।

এ বিষয়ে গোদাগাড়ীর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন এর সঙ্গে কথা বললে তিনি বলেন সুইটি ৩৫ নামের একজনের লাশ থানায় নিয়ে আসা হয়েছে, লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে ।



আপনার মূল্যবান মতামত দিন: