odhikarpatra@gmail.com ঢাকা | Friday, 14th November 2025, ১৪th November ২০২৫

পেঁয়াজের দাম কেজিতে ৫০ টাকা কমল

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১৪ December ২০২৩ ২০:০৬

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৪ December ২০২৩ ২০:০৬

ভারত পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় সারা দেশের মতো দিনাজপুরের হিলিতে অস্থিতিশীল হয়ে ওঠে পেঁয়াজের বাজার। তবে দেশি নতুন পেঁয়াজ উঠতে শুরু করায় দাম কমতে শুরু করেছে। প্রকারভেদে কেজিতে ৫০ টাকা দাম কমেছে। এতে খুশি নিম্ন আয়ের মানুষ।

পাইকারি দেশি মুড়িকাটা পেঁয়াজ ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

আজ বৃহস্পতিবার হিলি বাজার ঘুরে দেখা যায়, হিলি বাজারে কেজি প্রতি প্রকারভেদে কমেছে ৫০ টাকা। আর পাতা পেঁয়াজ কেজিতে ৩০ টাকা কমে এখন ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশি মুড়িকাটা পেঁয়াজ পাইকারি ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সেই পেঁয়াজ খুচরা বাজারে ৯০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং দেশি শুকনা পেঁয়াজ ১১০ টাকা দরে বিক্রি হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন: