odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 18th November 2025, ১৮th November ২০২৫

হজ নিবন্ধনের সময় বাড়ল আরো ৮ দিন

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২৪ January ২০২৪ ২১:৫৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২৪ January ২০২৪ ২১:৫৯

অবশেষে হজ নিবন্ধনের সময় ৮ দিন বৃদ্ধি করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। নতুন সময়সূচি অনুযায়ী, হজে গমনেচ্ছুরা ২৫ জানুয়ারি থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করতে পারবেন। আজ বুধবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪ সনে হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংকসহ সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সৌদি হজ এবং ওমরাহ মন্ত্রণালয় থেকে হজ চুক্তির পূর্বেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী এবং হজ এজেন্সির বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২৫ জানুয়ারি থেকে ০১ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো।



আপনার মূল্যবান মতামত দিন: