ঢাকা | রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

ইউক্রেনে ব্যাপক ড্রোন হামলা চালাল রাশিয়া, বিদ্যুৎ বিচ্ছিন্ন হাজারও মানুষ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৯

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ২ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৯

ইউক্রেনের মধ্য অঞ্চলে বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের হাজার হাজার মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

শুক্রবার ফরাসি গণমাধ্যম এএফপি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের বিমানবাহিনী জানিয়েছে, ইরানিয়ান ডিজাইনের অন্তত ২৪টি ড্রোন হামলা চালিয়েছে মস্কো। এসব হামলায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের অবকঠামোগুলো।

ওই অঞ্চলের প্রধান সের্গেই লাইসাক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ৪০ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎ বিচ্চিন্ন হয়েছে পড়েছেন। তাছাড়া দু’টি খনিও বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

সূত্র : এএফপি ও ব্যারনস।



আপনার মূল্যবান মতামত দিন: