odhikarpatra@gmail.com ঢাকা | Wednesday, 5th November 2025, ৫th November ২০২৫

বাবা-মায়ের কবরের পাশে চির নিদ্রায় সহিত হলেন জয়নুল

Mahbubur Rohman Polash | প্রকাশিত: ১৪ December ২০১৭ ১৬:১৪

Mahbubur Rohman Polash
প্রকাশিত: ১৪ December ২০১৭ ১৬:১৪


হাসান মাহমুদ লালমনিরহাট প্রতিনিধি:-
লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম)এলাকার চার চার বার নির্বাচিত সাবেক সাংসদ ও লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতি "জয়নুল আবেদীন সরকারের জানাযা সম্পন্ন হয়েছে। জানাযা শেষে সর্বস্তরেরর মানুষ তাকে ফুল শ্রদ্ধা নিবেদন করেন। এরপর জয়নুল আবেদীন সরকারকে বাবা-মায়ের কবরের পাশে দাফন করা হয়।গতকাল বৃহস্পতিবার দুপুর ২টার দিকে হাতীবান্ধা এসএস স্কুল মাঠে তার জানাযা অনুষ্ঠিত হয়। হাতীবান্ধা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা সাইদার রহমান তার জানাযার নামাজ পড়ান।

জানাযায় হাজার হাজার মানুষ অংশগ্রহন করে। এর আগে বুধবার ভোরে ঢাকা কিডনী ফাউন্ডশনে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাষ ত্যাগ করেন। মুত্যকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি ২ ছেলে ও ৩ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এ সময় উপস্থিত ছিলেন, লালমনিরহাট ১আসনের এমপি মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি আসাদুল হবিব দুলু, ব্যারিষ্টার হাসান রাজিব, জাপা নেতা রকন উদ্দিন বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা। জানাগেছে, ১৯৮৬ থেকে ১৯৯৬ সালের নির্বাচনে লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসন থেকে চার বার এমপি হন জয়নুল আবেদিন। ১৯৮৬ সালের জাতীয় সংসদ নিবার্চনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রথমবারের মতো এমপি নির্বাচিত হন জয়নাল আবেদীন সরকার। এর পর জাতীয় পার্টিতে যোগ দেন তিনি। ১৯৮৮, ১৯৯১ ও ১৯৯৬ সালের নিবার্চনেও তিনি জাতীয় পার্টি থেকে এমপি নির্বাচিত হন। সেই সময় তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ছিলেন। তবে ২০০৮ সালের নির্বাচনে মহাজোট থেকে মনোয়ন বঞ্চিত হওয়ায়। ২০১০ সালের দিকে বিএনপিতে যোগ দেন জয়নাল আবেদীন সরকার। এর পর থেকে লালমনিরহাট জেলা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: