ঢাকা | বুধবার, ৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জিআই স্বীকৃতি পেল টাঙ্গাইলের চমচম

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৮

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪৮

৯, ফেব্রুয়ারি, ২০২৪ (অনলাইন ডেস্ক): ঐতিহ্য আর বাংলার লোক-সংস্কৃতি ইতিহাসের উত্তরাধিকার টাঙ্গাইল জেলা।ঐতিহ্যবাহী এ জনপদের লোক-ঐতিহ্য নিয়ে প্রবাদে বলা হয়- ‘চমচম, টমটম ও শাড়ি, এই তিনে টাঙ্গাইলের বাড়ি।’ টাঙ্গাইলের পোড়াবাড়ির চমচমের কথাতো জানে সবাই। কেবল নামেই নয়, আকৃতি আর স্বাদ-গন্ধেও এই মিষ্টি সেরাদের সেরা। তাইতো পোড়াবাড়ির চমচমকে বলা হয় ‘মিষ্টির রাজা’। এ চমচম পেয়েছে ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি। আনন্দিত ব্যবসায়ী ও চমচম প্রেমীরা।



আপনার মূল্যবান মতামত দিন: