odhikarpatra@gmail.com ঢাকা | Tuesday, 21st October 2025, ২১st October ২০২৫

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে বাংলাদেশ স্যাটেলাইট-১ রাখা হয়েছে

odhikarpatra | প্রকাশিত: ৪ March ২০২৫ ১৯:১৬

odhikarpatra
প্রকাশিত: ৪ March ২০২৫ ১৯:১৬

বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর নাম পরিবর্তন করে “বাংলাদেশ স্যাটেলাইট-১” রেখেছে।

উপদেষ্টা পরিষদের সভার সিদ্ধান্তের পর বিএসসিএল এই পদক্ষেপ নিয়েছে, বিএসসিএল আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে।

স্যাটেলাইট ছাড়াও, গাজীপুরের সজীব ওয়াজেদ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন এবং বেতবুনিয়ার সজীব ওয়াজেদ স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশনের নাম পরিবর্তন করে তাদের মূল নাম - প্রাইমারি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, গাজীপুর এবং সেকেন্ডারি স্যাটেলাইট গ্রাউন্ড স্টেশন, বেতবুনিয়া রাখা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএসসিএল আন্তর্জাতিক অঙ্গনের জন্য স্যাটেলাইট শিল্পের নিয়ম অনুসরণ করে নাম পরিবর্তন সম্পর্কিত সকল কার্যক্রম শুরু করেছে। এখন থেকে, স্যাটেলাইটের সকল কার্যক্রম নতুন নামে পরিচালিত হবে।

এতে আরও বলা হয়েছে, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ বিএসসিএলকে জানিয়েছে যে, প্রধান উপদেষ্টা স্যাটেলাইটের নাম পরিবর্তনের অনুমোদন দিয়েছেন।



আপনার মূল্যবান মতামত দিন: